১০ মাস আগে জন্ম হয়েছিল ‘লক্ষ্মী কাকিমার’। কলোনি একালার এক অতিপরিচিত কাকিমা। কিন্তু সাধারণ হয়েও সে অসাধারণ ক্ষমতার অধিকারিণী। সংসার, সন্তান, স্বামী, লক্ষ্মী ভাণ্ডার, শয়তানকে শায়েস্তা করতে সিদ্ধাহস্ত। লক্ষ্মীরূপে পর্দায় জ্বলজ্বল করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর এই জার্নি শেষ হল শুক্রবারই। বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অপরাজিতা। তাতে তিনি শেয়ার করেছেন বেশ কিছু ছবি। সবক’টি ছবিই লক্ষ্মীকাকিমার সেটের। সেই সঙ্গে শেয়ার করেছেন হৃদয়ের কিছু কথা।
অপরাজিতা লিখেছেন:
“আজ আমার ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এর লাস্ট শুটিং ছিল। একটা ধারাবাহিক যখন শেষ হয়ে যায়, কী হয়? সবাই বলবে, কী আবার হয়, নতুন ধারাবাহিক শুরু হয়! সেটাই তো জীবনের নিয়ম কিছু শেষ হলে কিছু শুরু হয়…. কিন্তু এই যে তিল-তিল করে প্রতিদিন একটি পরিবার তৈরি হয়, সেই সমগ্র পরিবারটার, অর্থাৎ সব অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের আবেগের মৃত্যু হয়। একাধিকবার সেই যন্ত্রণা ভোগ করতে হয়। সে যে কি যন্ত্রণার খুব কমজনই তা বোঝে….”
‘লক্ষ্মীকাকিমা’র শেষ দিনের শুটিংয়ের কিছু স্মৃতি শেয়ার করেছেন অপরাজিতা। শেষদিন শুটিং শেষে কেক কাটা হয়।
এসেছিল বড়সড় চকোলেট কেক। কেবল তাই নয়, সারা বছর ধরে ঘটে যাওয়া স্মরণীয় কিছু মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অপরাজিতা। তা দেখে বারবারই মনে হতে পারে – ‘স্মৃতি সততই সুখের’।