কপিল শর্মার শো-এর পরের সিজনে বাদ পড়লেন অর্চণা পূরণ সিং?

Kapil Sharma show: সূত্রের খবর, এই মুহূর্তে অর্চণা ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর জন্য একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে, তাঁর অজান্তেই নাকি নির্মাতার তাঁকে বাদ দিয়েছেন।

কপিল শর্মার শো-এর পরের সিজনে বাদ পড়লেন অর্চণা পূরণ সিং?
কপিল এবং অর্চণা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 11:55 AM

‘দ্য কপিল শর্মা শো’ যে ফের টেলিভিশনে ফিরতে চলেছে, সে খবর আগেই পেয়েছেন দর্শক। নির্দিষ্ট দিন এখনও নির্মাতাদের তরফে জানানো হয়নি। কিন্তু পছন্দের শিল্পীদের ফের একত্রে দেখার অপেক্ষায় দর্শক। এই শোয়ের অন্যতম স্তম্ভ বলা চলে অর্চণা পূরণ সিং। শোনা যাচ্ছে, আসন্ন শোয়ে নাকি তিনি থাকছেন না!

সূত্রের খবর, এই মুহূর্তে অর্চণা ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর জন্য একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে, তাঁর অজান্তেই নাকি নির্মাতার তাঁকে বাদ দিয়েছেন। সে খবর এখনও নাকি অর্চণা জানেন না। অথবা কোনও কোনও মহলের মতে, এখনই প্রকাশ্যে স্বীকার করতে চাইছেন না অর্চণা।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্চণা বলেন, “আমি অন্তত এমন কোনও খবর জানি না। বরং পরের শোতে অংশ নেব, এটাই তো আমি জানি। গত বছরও আমি একটা ছবির শুটিং করছিলাম। তখন এই ধরনের গুজব উঠেছিল। এই বছরও আমি একটা সিরিজের শুটিং করছি। আর লোকে ভাবছে সে জন্য বোধহয় ‘কপিল শর্মা শো’ তে থাকব না। কিন্তু এই ধরনের গুজবের কোনও সত্যতা নেই।

অর্চণা আরও জানান, কপিল শর্মার শোয়ের বিভিন্ন পারফরম্যান্স তিনি এনজয় করেন। কপিল নিজে নাকি তাঁকে অফার দিয়েছিলেন, এই শোয়ের জন্য বেছে নিয়েছিলেন। ফলে এখন তাঁর বাদ পড়ার কোনও কারণ নেই। লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে শুটিং আবার শুরু হয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে হঠাৎ বন্ধ হয়ে যায় কপিলের শো। তিনি ব্যক্তিগত কারণের জন্য সরে যান বলে খবর। তারপর তাঁর পুত্র সন্তানের জন্ম হয়। সে সময় স্ত্রী এবং সন্তানদের সময় দিতে চেয়েছিলেন বলেই শো থেকে সরে দাঁড়িয়েছিলেন বলে জানান কপিল। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে আসন্ন সিজনের শুটিং। সেখানে আদৌ অর্চণা থাকেন কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, Mandira Bedi Raj Kaushal: মন্দিরা বেদীর স্বামী তথা পরিচালক রাজ কুশল প্রয়াত