গত বছর অগস্ট মাসে বিয়ে করেছিলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। এক বছর পার হয়েছে সদ্য। এরই মধ্যে খুশির খবর। বাবা হলেন তিনি। এ দিন সকালে পুত্র সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী রিনিকাস সাহা। সেই খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই। লিখেছেন, “আমাদের ঘরে এক পুত্র সন্তান এসেছে, আমরা আশীর্বাদ ধন্য।”।
তাঁর স্ত্রী রিনিকাও যুক্ত ইন্ডাস্ট্রির সঙ্গে। বাংলা ধারাবাহিকের সহকারী পরিচালকরূপে তাঁকে দেখা গিয়েছে এর আগে। বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। গত ছয় বছর ধরে সম্পর্কে থাকার পর গত বছর বিয়ে করেন তাঁরা। ধুমধাম করে হয় সেই বিয়ের অনুষ্ঠান। দুজনের বয়সে পার্থক্য অনেকটাই। যদিও মন ও মানসিকতার মিল থাকায় নতুন জীবনের দিকে পা বাড়ান তাঁরা। তাঁদের বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার চেনামুখ। এক বছর পূর্ণ হতেই অভ্রজিৎকে নিয়ে এক প্রেমমাখা পোস্ট করেছিলেন রিনিকা। লিখেছিলেন, “যেভাবে তুমি আমায় বুঝতে পার আর কেউ বুঝতে পারে না। হতে পারে দুই আলাদা শরীরে আমরা একটাই মানুষ। এক বছরের বিবাহবার্ষিকীতে আমার বেটার হাফকে জানাই অনেক শুভেচ্ছা।” এ দিন অভ্রজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন টেলিপাড়ার চেনা মুখ। নতুন অতিথিকে নিয়ে ভাল থাকুন তাঁরা, থাকুন আনন্দে, এমনটাই কামনা সকলের।