Bengla Serial TRP: ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’র চাপে ঠাঁই পাচ্ছে না কেউ, কত নম্বরে ‘কার কাছে কই মনের কথা’

Bangla Serial: এই সপ্তাহে সকলেই মুখিয়ে ছিলেন নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা-র রিপোর্ট জানার জন্য। নতুন ধারাবাহিক, রয়েছে বাঘাবাঘা অভিনেত্রী, তবে সেরা ১০-এ থাকল না এই ধারাবাহিক।

Bengla Serial TRP: অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রীর চাপে ঠাঁই পাচ্ছে না কেউ, কত নম্বরে কার কাছে কই মনের কথা

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 13, 2023 | 1:19 PM

দিন দিন ধারাবাহিকের TRP নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে কৌতুহলের পারদ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসা মানেই টানটান উত্তেজনা। কাকে ছাপিয়ে প্রথম কে, সেরার সেরা কোন ধারাবাহিক, সবটাই হাতে গরম রিপোর্ট মেলে। আর তাই তালিকার অপেক্ষায় থাকেন অনেকেই। সেলেবদের মধ্যেও এখন এই কৌতুহল বর্তমান। ধারাবাহিক কোন পথে এগোচ্ছে, দর্শক কতটা সেই ধারাবাহিক পছন্দ করছে, তা অনুমান করে নেওয়া যায় এই তালিকা থেকেই। TRP দেখেই সেলেবরা অনুমান করে নিতে পারেন, কাজ কেমন হচ্ছে। তবে সব সময় যে TRP শেষ কথা বলে এমন নয়। এমন বহু ধারাবাহিক রয়েছে, যা বিহুল পরিমাণে জনপ্রিয়, অথচ তার উপস্থিতি মেলে না TRP তালিকায়।

এই সপ্তাহে সকলেই মুখিয়ে ছিলেন নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা-র রিপোর্ট জানার জন্য। নতুন ধারাবাহিক, রয়েছে বাঘাবাঘা অভিনেত্রী, তবে সেরা ১০-এ থাকল না এই ধারাবাহিক। ধারা মেনেই প্রথম দুইয়ে থাকল, জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া। প্রথম হল অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় স্থানে এবার জগদ্ধাত্রী। তবে পিছিয়ে গেল ফুলকি, তা তৃতীয় স্থান দখল করল। চতুর্থ স্থানে নিম ফুলের মধু। পঞ্চমে স্থান পেল রাঙা বউ। ষষ্ঠ স্থান দখল করে নিল, হরগৌরী পাইস হোটেল।

সেরা দশ- প্রথম অনুরাগের ছোঁয়া প্রাপ্ত নম্বর (৮.৭), দ্বিতীয় জগদ্ধাত্রী প্রাপ্ত নম্বর (৭.৯), তৃতীয় ফুলকি প্রাপ্ত নম্বর (৭.৭), চতুর্থ নিম ফুলের মধু প্রাপ্ত নম্বর (৭.১), পঞ্চম রাঙা বউ প্রাপ্ত নম্বর (৬.৬), ষষ্ঠ হরগৌরী পাইস হোটেল প্রাপ্ত নম্বর (৬.৫), সপ্তম বাংলা মিডিয়াম প্রাপ্ত নম্বর (৬.১), অষ্টম এক্কা দোক্কা প্রাপ্ত নম্বর (৬.০), নবম পঞ্চমী প্রাপ্ত নম্বর (৫.৯), দশম খেলনা বাড়ি (৫.৩)।