দেবাদৃতা বসুর সঙ্গে এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা রাহুল দেব বসু। দু’দিন আগেই পুজোর মরসুমে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিয়েছিলেন রাহুল ও দেবাদৃতা। তাঁদের প্রেমের বয়স ৮/৯ মাস। তবে দেবাদৃতা রাহুলের জীবনে প্রথম প্রেম নন। এর আগে বহু সম্পর্ক জড়িয়েছেন তিনি। জানেন, বছর তিনেক আগেও কোন নায়িকাতে মজেছিল তাঁর মন? তিনি আর কেউ নন, অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। যিনি এই মুহূর্তে সুদূর মার্কিন মুলুকে বরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।
২০২০ সালে ১৮ সেপ্টেম্বর রাহুলের সঙ্গে এক প্রেমমাখা ছবি শেয়ার করে রুশা লিখেছিলেন, “পিএস, আই লাভ ইউ”। সেই ছবি নিয়ে কম চর্চা হয়নি। গুঞ্জনে বসেছিল শিলমোহর। এর পর জল বয়ে যায় বহুদূর। তাঁদের ব্রেকআপ হয়। রাহুলের জীবনে প্রেম আসে আবারও। সেই প্রেমের নায়িকা মোহর সেন, যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ও একই সঙ্গে দুর্নিবার সাহার স্ত্রী। বেশ কিছু সময় সম্পর্কে ছিলেন তাঁরা। যদিও সেই সম্পর্কও টেকেনি।
পরপর বেশ কয়েকটি প্রেম ভাঙার পর আবারও রাহুল প্রেমে। তাঁর পদ্যে নতুন মানুষ দেবাদৃতা। একই ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন তাঁরা। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, এই প্রেম নাকি বেজায় সিরিয়াস তিনি। যদিও আগামী দিনে কী হতে চলেছে সে হিসেব তো তোলা আছে সময়ের হাতে। প্রেম করছেন এ কথার মান্যতা দিয়ে ও দেবাদৃতার সঙ্গে সম্পর্ক নিয়ে অতীততে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি বলেন, ” প্রায় ৮-৯ মাস এই প্রেমকে আমরা লালন করেছি নিজেদের মধ্যে। ভেসে গিয়েছি বলতে পারেন। আমরা একে- অপরকে খুঁজে পেয়েছি। তাই বিজয় দশমীর দিন হঠাৎই দু’জনে ঠিক করলাম, আর লুকিয়ে রাখব না। সব্বাইকে জানিয়ে দেব। আমরা বলতে চাইছি, উই আর ইন লাভ।”