শেষ হয়েছে ‘দেশের মাটি’। যদিও সম্প্রচার এখনও জারি। এর মধ্যেই এক ‘কাণ্ড’ ঘটিয়েছেন ওই ধারাবাহিকের মুখ অভিনেত্রী শ্রুতি দাস। একঢাল লম্বা চুল কেটে ফেলেছেন তিনি।
‘ত্রিনয়নী’ ও ‘দেশের মাটি’ পরপর দুই ধারাবাহিকেই লম্বা চুলের শ্রুতিকে দেখতেই অভ্যস্ত ছিলেন তাঁর ভক্তরা। কিন্তু ধারাবাহিকে শেষ হওয়াতে শ্রুতি ঝুঁকেছেন লুক চেঞ্জের দিকেই। এ কারণেই বেছে নিয়েছেন টলিপাড়ার সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দাকে। চুল যে দৈর্ঘ্যের দিক দিয়ে খুব একটা ছেঁটে ফেলেছেন এমনটা নয়। তবে স্ট্রেট হেয়ারের জায়গা দখল করেছে কার্ল। শ্রুতি খুশি। ‘নিউ লুক’-এর ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমেও। ভক্তরা সবাই যে অখুশি এমনটা নয়, অনেকেই প্রশংসা করেছেন তাঁকে। তবে কারও কারও আক্ষেপ, ‘দিদি, অত বড় চুলটা কেটে ফেললে?’
প্রসঙ্গত, শ্রুতি দাসের উল্লিখিত ধারাবাহিকটিকে নিয়ে কম চর্চা হয়নি। কখনও শ্রুতির গায়ের রঙ নিয়ে তির্যক মন্তব্য আবার কখনও বা ধারাবাহিকের অপর দুই কেন্দ্রীয় চরিত্র রাহুল ও রুকমাকে কম প্রাধান্য দেওয়ার অভিযোগ– বারেবারেই উঠে এসেছে আলোচনার বিষয়বস্তু হয়ে। তবে এ সবই নেটিজেনদের চর্চা। শো’র অন্দর ছিল গোটা পরিবারের মতোই। শ্রুতির মনে পড়ছে অফটাইমে উনো খেলার কথা। মনে পড়ে যাচ্ছে ছোটখাটো খুনসুটি, হাসি-মজা আনন্দের কথা। এ প্রসঙ্গে এর আগে টিভিনাইন বাংলাকে শ্রুতি বলেছিলেন, “আমার এটি দ্বিতীয় ধারাবাহিক। এত বড় বড় অভিনেতারা রয়েছেন এই ধারাবাহিকে। কোনওদিন মনেই হয়নি আমি তাঁদের চেয়ে অনেক জুনিয়র। এমনভাবেই গুরুত্ব দিয়েছে ওঁরা। একটা ভীষণ ভাল বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। মাফিয়া বলে একটা খেলা রয়েছে। সেটাও শিখেছি সেটে বসে বসে।”
এর পরে কী? ধারাবাহিক নাকি ওয়েব অথবা বড় পর্দা। শ্রুতি জানালেন, ধারাবাহিকে যে ভালবাসা তিনি পেয়েছেন তা হারাতে চান না। ধারাবাহিক করবেন তবে তারই ফাঁকে ওটিটি বা বড় পর্দার অফার যদি পান তবে মন্দ কী? শ্রুতির এই নতুন লুক কি সেই ইঙ্গিতই দিল? একটি কাজ শেষ না হতে হতেই অভিনেত্রীর জীবনে নতুন কাজের অফার আগত? উঠছে প্রশ্ন।