Serial Actress: হঠাৎই অসুস্থ ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা, ভর্তি হাসপাতালে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 04, 2023 | 5:46 PM

Bengali Serial: অ্যান মেরি টম মালয়ালি। তাঁর বাড়ি মূলত কেরলে। যদিও বাবা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে কলকাতায় থাকার কারণে অ্যান মেরির জীবনের একটা দীর্ঘ অধ্যায় জুড়ে এই শহর...

Serial Actress: হঠাৎই অসুস্থ ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা, ভর্তি হাসপাতালে
অ্যান মেরি টম।

Follow Us

 

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অ্যান মেরি টম। বৃহস্পতিবার রাতে হঠাৎই শরীর খারাপ হয় তাঁর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে মূলত ডিহাইড্রেশন হয়েছে নায়িকার। এতটাই বাড়াবাড়ি হয় যে পরিবারও আর দেরি করেনি। তাঁকে ভর্তি করেছেন হাসপাতালে।

অ্যান মেরি টম মালয়ালি। তাঁর বাড়ি মূলত কেরলে। যদিও বাবা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে কলকাতায় থাকার কারণে অ্যান মেরির জীবনের একটা দীর্ঘ অধ্যায় জুড়ে এই শহর। বাংলাও বলেন ঝরঝরে। টলিপাড়ায় তাঁর হাতেখড়ি হয় ‘গ্রামের রানি বীণাপাণি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে। বিপরীতে দেখা গিয়েছিল হানি বাফনাকে। ওই ধারাবাহিক মোটামুটি জনপ্রিয় হয়েছিল।

এর পর তাঁকে দেখা যায়, ‘ফাগুনের মোহনা’ নামক ধারাবাহিকে। ধারবাহিকে অ্যানের নাম হয়েছিল রুমঝুম। অন্যদিকে আয়ুষের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। সাধাসিধে এক গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অন্যদিকে আয়ুষ এক সুপারস্টার অভিনেতা। সাফল্যের সঙ্গে সঙ্গে দম্ভও যার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। দু’জন দুই মেরুর মানুষকে নিয়েই হয়েছিল এই ধারাবাহিক। যদিও এই ধারাবাহিক খুব বেশিদিন চলেনি। টিআরপিতে খুব বেশিদিন সাফল্য পায়নি ধারাবাহিকটি। সম্প্রতি নতুন কাজেও ফেরার কথা তাঁর। তবে তাঁর হঠাৎ অসুস্থতার খবরে চিন্তায় তাঁর অনুরাগীরা। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন সকলে।

 

 

Next Article