অনেকগুলো বছর হয়ে গেল বাংলা সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করছেন মনামী ঘোষ। কেবল অভিনয় নয়, নাচেও সমান পারদর্শী তিনি। বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিয়ত। নাচের প্রতিযোগিতায় বিচারকের আসনে দেখা যায় মনামীকে। কিন্তু আপনি কি জানেন, কেরিয়ারের শুরুতে একবার নাকচ হতে হয়েছিল মনামীকে। জীবনের প্রথম নাচের অডিশনে সুযোগ পাননি অভিনেত্রী। সেই যন্ত্রণার কথা নিজের মুখেই বলেছেন তিনি।
বসিরহাটের মেয়ে মনামী। পরিবারের খুবই আদরের তিনি। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির ছোঁয়া পেয়েছেন বাড়িতেই। বাবা-মা দু’জনেই নাট্য জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে, নাটকে অভিনয়ের দিয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ভালোবাসার বিষয় ছিল নাচ। ছোট থেকেই বিভিন্ন নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। তারপর কলকাতায় চলে এসেছিলেন নাচের একটি অডিশন দেবেন বলে।
সেই অডিশনে মনামীর সঙ্গে গিয়েছিলেন তাঁর বাবা এবং মা। সেখানে যাওয়া মাত্রই লেগে গিয়েছিল তিনজনের। অডিশন দিতে আসা অন্যান্য মেয়েরা দারুণ সেজে এসেছিলেন। প্রত্যেকের পরনে ছিল সুন্দর পোশাক। তবে মনামীকে উৎসাহ দিতে তাঁর বাবা বলেছিলেন, তাঁর মেয়েকেই সবচেয়ে মিষ্টি দেখতে লাগছে। মনামী জানিয়েছেন, সেদিনের সেই অডিশনে তিনি সুযোগ পাননি ঠিকই। কিন্তু বাবার দেওয়া উৎসাহ তাঁর সারা জীবন মনে রয়ে আছে।
তারপর বিভিন্ন বাংলা সিরিয়ালে একের পর-এক সুযোগ আসতে থাকে মনামীর। তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। সবকিছুকেই নিজের জীবনের পাথেয় হিসেবে বহন করে চলেছেন এই অভিনেত্রী।