শেষ হয়েছে একদা জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এল’। এক সময় টিআরপিতে প্রথম হওয়া ধারাবাহিকের শেষের জার্নিটা বড়ই করুণ। কারণ একটাই, স্লট পরিবর্তন হয়। নতুন স্লটে আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ধারাবাহিকটি। এই ধারাবাহিকেই প্রথম অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মোহনা মাইতিকে। মোহনা জি বাংলা এক রিয়ালিটি শো-এ প্রতিযোগী হিসেবে নিজের জার্নি শুরু করেছিলেন। অধ্যবসায়ের জোরে সেখান থেকেই মেলে ছোট পর্দায় বড় ব্রেক। বাকিটা ইতিহাস… ধারাবাহিক তো শেষ হয়েছে, এই মুহূর্তে কী পরিকল্পনা তাঁর? টিভিনাইন বাংলার কাছে সে কথাই শেয়ার করলেন তিনি। এখনও স্কুলের গন্ডিও পার করেননি ছোট্ট মোহনা। টানা দেড় বছর শুটিং করে আপাতত ক্লান্ত। তাঁর কথায়, “আগে একটা ট্রিপের প্ল্যান হয়েছে। ঘুরতে যাব। তারপর এসে ভাবব কী করা যায়। এখনও সে রকম ভাল কিছু অফার নেই। যদি থাকে করব।” তবে শোনা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী চ্যানেল থেকেও অফার এসেছে নায়িকার কাছে। জি-তেই থেকে যাওয়া নাকি ঘরের মেয়ের বিদেশ পাড়ি– তা জানা যাবে কিছু দিনের মধ্যেই।
শেষ দিনে চোখের জলে ভেসেছিলেন ওই ধারবাহিকের কলাকুশলীরা। সামলানোই দায় হয়ে পড়েছিল। সহ-অভিনেত্রীকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। একটা জার্নি যে এভাবে শেষ হয়ে যাবে কিছুতেই বিশ্বাসই হচ্ছিল না তাঁদের।