Tithi Basu: ১৫ বছরে কীভাবে রাতারাতি পাল্টে যায় পর্দার ‘ঝিলিক’ তিথির জীবন

Tithi Basu Struggle: তখন ছোট্ট ঝিলিক অর্থাৎ তিথি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। পাশাপাশি চলছে তাঁর পড়াশোনা। ওই বয়সেই তার মাথায় চেপে বসে লেখাপড়ার খরচ যোগানোর চিন্তা থেকে শুরু করে বাড়ি বিদ্যুৎ বিল, মায়ের পাশে দাঁড়াতে হবে, সংসার টানতে হবে সবটাই।

Tithi Basu: ১৫ বছরে কীভাবে রাতারাতি পাল্টে যায় পর্দার ঝিলিক তিথির জীবন

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 25, 2023 | 11:25 AM

তিথি বসু, ছোট্টবেলার যে ঝিলিক নামে পরিচিত। টেলি-দুনিয়ায় তখন রমরমা বাজার। টিভির পর্দায় একের পর এক হিট মেগা ধারাবাহিক মুক্তি পাচ্ছে তখন। তেমনই এক জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মা’। যা বহুদিন ধরে চলেছিল টিভির পর্দায়। দর্শক মহলে এই ধারাবাহিক নিয়ে উত্তেজনাও কম ছিল না। সেখানেই ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু। বর্তমানে তাঁকে খুব একটা দেখা যায় না টেলিভিশন দুনিয়ায়। তবে সোশ্যাল মিডিয়া বরাবরই সক্রিয় তিনি। সম্প্রতি এক পডকাস্টে (ফ্র্যাঙ্কি অনির্বাণ) নিজের স্ট্রাগেলের দিন নিয়ে মুখ খুললেন তিথি। বয়স তখন মাত্র ১৫। হঠাৎই বিবাহ বিচ্ছেদের পথে হেটে ছিলেন তাঁর মা-বাবা।

তখন ছোট্ট ঝিলিক অর্থাৎ তিথি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। পাশাপাশি চলছে তাঁর পড়াশোনা। ওই বয়সেই তার মাথায় চেপে বসে লেখাপড়ার খরচ যোগানোর চিন্তা থেকে শুরু করে বাড়ি বিদ্যুৎ বিল, মায়ের পাশে দাঁড়াতে হবে, সংসার টানতে হবে সবটাই। পাশাপাশি মোটা টাকা মাইনে গুনতে হত তখন স্কুলে। নিজে কতটা কী আয় করে তিথি তখনও অবধি জানতো না। তাই টাকার হিসেব খুব একটা নিজে করে উঠতে পারত না তিথি, বুঝতে পারত না তার কাছে কতটা আছে আর কতটা নেই।

যদিও কিছুই থেমে থাকেনি। আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণা তিথিকে পিছিয়ে রাখেনি। জীবনে প্রথম বোর্ড পরীক্ষায় যখন গিয়ে এসে দেখত প্রত্যেকের মা-বাবা তার সন্তানদের পাশে দাঁড়িয়ে কোথাও গিয়ে মানসিকভাবে ভেঙে পড়তেন তিথি। তবুও সম্মানের সঙ্গে মা-বাবারে সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন। বর্তমানে তিথি নিজেরটা নিজেই সামলে নেন। টাকা পয়সা কোথায় কি রাখতে হবে তার হিসেব, তাঁর আয়, তাঁর সঞ্চয় সবটাই তিনি নিজেই দেখাশোনা করেন এখন। তবে টেলিভিশনের পর্দায় এখন সেভাবে দেখা যাচ্ছে না তিথিকে। তাঁর ভক্তরা অনেকেই মুখিয়ে রয়েছেন কবে তিনি ফিরবেন সিরিয়ালে সেই অপেক্ষায়।