Serial Update: ‘অনুরাগের ছোঁয়া’ কি শেষ হয়ে যাচ্ছে? কী বলছেন ‘ডঃ সূর্য’ দিব্যজ্যোতি দত্ত

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 04, 2022 | 6:13 PM

Dibyojyoti Dutta-Anurager Choya: সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে মুখ খুলেছেন ডঃ সূর্য সেনগুপ্ত, অর্থাৎ মুখ্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

Serial Update: অনুরাগের ছোঁয়া কি শেষ হয়ে যাচ্ছে? কী বলছেন ডঃ সূর্য দিব্যজ্যোতি দত্ত
দিব্যজ্যোতি দত্ত।

Follow Us

দীপা-সূর্যর প্রেম এখন জমে উঠেছে। তাদের আলাদা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সূর্যর মা ও দীপার সৎ দিদি। তাতে ইন্ধন দিচ্ছে দীপার সৎ মা ও দিদিমা। যতই আলাদা করার চেষ্টা চলুক না কেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীপা-সূর্যর রোম্যান্স নতুন সেনসেশন তৈরি করছে কয়েকদিন যাবৎ। টিআরপিতে ভাল জায়গায় থাকা ধারাবাহিক সম্পর্কে গুজব রটেছে ধারাবাহিক নাকি শেষ হয়ে যাচ্ছে। সত্যিই কি তাই? নাকি অন্য কোনও কাহানি আছে এর পিছনে। সত্য জানালেন ডঃ সূর্য নিজেই। অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সমস্ত গুজবকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দিব্যজ্যোতি। TV9 বাংলাকে তিনি জানিয়েছেন, সব ভুল কথা। কোথাও কোনও পরিবর্তন হচ্ছে না। দিব্যি চলছে সব কিছু। সিরিয়াল বন্ধ হচ্ছে না মোটেও। তা হলে এমন রটনা কেন?

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ডঃ সূর্যর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি। তিনি দারুণ পারফর্ম করছেন সেখানে। প্রতিবারের মতো এবারও তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে। ধারাবাহিক বন্ধ হওয়ার ঘটনা নিয়ে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন দিব্যজ্যোতি। তিনি বলেছেন, “এরকমই এটা খবর রটেছিল। বাইরে থেকে কারা এই ভুল খবর ছড়িয়েছে আমি সত্যি জানি না। সবাই আমাকে জিজ্ঞেস করছে, সত্যি কি বন্ধ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’? আমি বলেছি, না না এসবই ভুল খবর। বাজে কথা। এটা সম্পূর্ণভাবে ফেক নিউজ়।”

‘দেশের মাটি’ ধারাবাহিকে ডাক্তারবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি দত্ত। তার আগে তাঁকে দেখা গিয়েছিল ‘চুনিপান্না’ ধারাবাহিকে। তারও আগে ‘জয়ী’তে। ‘দেশের মাটি’র পর ফের ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন দিব্য়জ্যোতি। একেবারে ধন্বন্তরি ডাক্তার। যে বিশ্বাস করে মানুষের গুণই আসল।

TV9 বাংলাকে দিব্যজ্যোতি আগেই দিব্যজ্যোতি বলেছিলেন, “আমার চরিত্রটা একজন হ্যাপেনিং ডাক্তারের। ওর প্রাণোচ্ছল হাসিতেই রোগী সুস্থ হয়ে যায়। ও খুব ভাল ছেলে। হাসিখুশি স্বভাবের। অনেক বড় মাপের সার্জেন। ধন্বন্তরি যাকে বলে। এটাও দেখার বিষয়, চরিত্রটার কোনও অতীত আছে কিনা। গল্পে অন্য কোনও টুইস্ট আছে কিনা। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। আমি ভাবিনি এরকম একটা গল্পের সঙ্গে কাজ করব।”

Next Article