বাড়িতে বিয়ে করা নিষেধ। ব্রহ্মচারী পরিবারের নিয়ম অনুযায়ী বাড়ির ছেলেরা সারা জীবন অবিবাহিত থেকে যাবেন। কিন্তু বাড়ির মেজ ছেলে যে লুকিয়ে লুকিয়ে বহু আগেই সেরে ফেলেছেন শুভকাজ, তা এতদিন কেউ জানতেই পারেননি। অবশেষে সব সত্যি সামনে। মৌসুমী ভট্টাচার্য ও মনোজ ওঝার সত্যিটা রইল না আর চাপা। ‘বিয়ের ফুল’ ধারাবাহিকের সাম্প্রতিক ট্র্যাক জানাচ্ছে তেমনটাই। সান বাংলার ধারাবাহিক ‘বিয়ের ফুল’। যাতে মুখ্য ভূমিকায় রয়েছেন নবনীতা ও রাজা। ওই ধারবাহিকেই এবার রীতা হয়ে এন্ট্রি নিচ্ছেন টেলিভিশনের চেনা মুখ মৌসুমী ভট্টাচার্য। বাড়ির মেজ ছেলে অনন্ত ব্রহ্মচারী ওরফে মনোজ ওঝার স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে।
চরিত্র নিয়ে মৌসুমীর বক্তব্য, “চরিত্রটার মধ্যে খানিকটা নেগেটিভ শেডসও আছে। এত বছর বিয়ে করেও লুকিয়ে থাকতে হয়েছে রীতাকে, তাই সে প্রতিশোধ নেবে।” লুকিয়ে রাখা বউ হয়ে থাকা যে একেবারেই পছন্দ নয় তাঁর। তাই সব সত্যি সামনে এনে যোগ্য অধিকার পাওয়ার মরিয়া চেষ্টাই করে চলেছেন তিনি। ওদিকে মেজো নাতি অনন্ত? তিনি কী করবেন? দাদুর কথা অমান্য করে স্ত্রীকে যোগ্য সম্মান দেবেন নাকি আড়ালেই রেখে দেবেন তাঁকে? স্ত্রীও কি চুপ করে থাকবেন? মেনে নেবেন সবকিছু? — এ সবই জানতে পারা এখন শুধু সময়ের অপেক্ষা।