Bengali Serial Gossip: ‘আমাদের নিম্ন রুচির জন্য সিরিয়ালও নিম্ন মানের হচ্ছে’, বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 26, 2023 | 11:40 AM

Bengali Serial Content: হঠাৎই ঘরে এসে পৌঁছায় তার শাশুড়ি, এরপরই ঘটে অদ্ভুত ঘটনা, শাশুড়ি হঠাৎউ বুকে হাত দিয়ে শুয়ে পড়ে বিছানায়। তারপর একটি চাদর নিয়ে ছেলেকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সে।

Bengali Serial Gossip: আমাদের নিম্ন রুচির জন্য সিরিয়ালও নিম্ন মানের হচ্ছে, বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক নেটপাড়া

Follow Us

বাংলা ধারাবাহিকের বিষয় বস্তু নিয়ে এবার সরব নেটপাড়া। একের পর এক ধারাবাহিক বর্তমানে বন্ধ হয়ে শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। যার মধ্যে অন্যতম হল কার কাছে কই মনের কথা। জি বাংলায় সদ্য শুরু হয়েছে এই ধারাবাহিক। সেখানেই এক প্রতিবাদী ও স্পষ্টবাদী মেয়ের ভূমিকাতে অভিনয় করছেন মানালি দে। যার শ্বশুরবাড়ির ছবিটা একেবারে সেকেলে। আগের দিনে মেয়েদের ঠিক যে যে সমস্যার মুখে পড়তে হতো, তেমনই সমস্যাগুলোর সঙ্গে কীভাবে লড়াই করতে হয়, তার ছবি ফুঁটে উঠেছে এই ধারাবাহিকে। তাই বলে এ কেমন গল্প, যেখানে ফুলশয্যার খাটে জায়গা করে নেয় শাশুড়ি? সম্প্রতি এমনই গল্প ধরা দিল এই ধারাবাহিক, যা দেখে রে-রে করে উঠল নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল সেই প্রোমো।

সম্প্রতি দেখানো হয়, মানালি অর্থাৎ গল্পে শিমূল বৌভাতের রাতে ঠিক কোন কঠিন পরিস্থিতির মুখে পড়ে? তার বর তার জন্য কোনও উপহার না কিনলেও সে একটি সোনা আংটি বানিয়ে এনেছে। এরপর তাদের মধ্যে শুরু হয় সামান্য কথাবার্তা, তারই মাঝে হঠাৎই ঘরে এসে পৌঁছায় তার শাশুড়ি, এরপরই ঘটে অদ্ভুত ঘটনা, শাশুড়ি হঠাৎউ বুকে হাত দিয়ে শুয়ে পড়ে বিছানায়। তারপর একটি চাদর নিয়ে ছেলেকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সে।

এই দৃশ্য দেখেই নেটপাড়া ধারাবাহিকের রুচি নিয়ে প্রশ্ন করতে শুরু করে। কেউ লিখলেন, এগুলোই তো TRP-র টানে, ভাল সিরিয়াল অন্য রকম সিরিয়াল কাকিমা মাসিমা রা দেখে না, এরকম কুৎসিত নোংরামি মানসিকতা যুক্ত সিরিয়াল দেখাই বাংলার দর্শক দের রুচি, যেখানে চাহিদা আছে সেখানে যোগান আছে। লেখক লেখিকা পরিচালক কে দোষ দিয়ে লাভ কি? আমাদের নিম্ন রুচির জন্য সিরিয়ালও নিম্ন মানের হচ্ছে, এগুলো যদি দর্শক না দেখতে চাইতো তাহলে এসব ভুলবাল সিরিয়াল হতো না। চ্যানেল আর প্রযোজক সংস্থা ব্যবসা করতে এসেছে ভাই, ভাল মানের সিরিয়াল এখন আর চলে না। কেউ লিখলেন, TRP এর জন্য এগুলো শুধু হাস্যকরই না অসভ্যতামিও, দুনিয়ায় এমন ঘটনা কোথাও ঘটেছে বলে মনে হয় না যেটা এখানে দেখানো হচ্ছে, শুধু এই সিরিয়ালে না জি বাংলার সিরিয়াল গুলো এরকম অসভ্যতামি করে কেন বুঝি না, মা যদি ফুলশয্যার রাতে ছেলের পাশে শুয়েই থাকবে তাহলে ছেলেকে বিয়ে দিল কেন? আবার কেউ লিখলেন, এটা কোনো গল্প?? মায়ের সাথে ছেলে ফুলসজ্জার খাটে?? এসব দেখে কি শিখবে সমাজ?? কার চিন্তা ভাবনা এত জঘন্য??

Next Article