AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Serial Gossip: সিরিয়ালে নাইটি-কাণ্ড, ‘তারকাটা’ বউকে নিয়ে উত্তাল দত্তবাড়ি

Trolling: অতীতে দেখা যায়, নায়ক রুমেল ফ্রিজ থেকে জুতো বের করছেন। এই সিনটি নিয়ে তুমুল হাসাহাসি হয়েছে নেট দুনিয়ায়তেও। নায়কের জুতো থাকে ফ্রিজে।

Serial Gossip: সিরিয়ালে নাইটি-কাণ্ড, 'তারকাটা' বউকে নিয়ে উত্তাল দত্তবাড়ি
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 2:39 PM
Share

ধারাবাহিকে মাঝে মধ্যেই এমন কাণ্ড ঘটে যা নিয়ে রীতিমত চর্চা থাকে তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এক একটি প্রোমো। বিশেষ করে যখন প্রসঙ্গ শাশুড়ি-বউমা সম্পর্ক। ‘নিম ফুলের মধু’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। দত্ত পরিবারকে কেন্দ্র করেই গল্প এগোয়। যে গল্পে রয়েছে এক সদ্য বিবাহিতার গৃহপ্রবেশ। রয়েছে মায়ের আঁচল ধরা এক ছেলে। সেই সংসারে নববধূর কি দশা হয় তাই নিয়েই গল্প। এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী পল্লবী শর্মা (‘কে আপন কে পর’-এর জবা)। তিনিই নায়িকা। নায়কের চরিত্রে রুবেল দাস। সিরিয়াল শুরুর পর দর্শকের যেমন তা ভাল লাগছে দেখতে, তেমনই ট্রোলিংও হচ্ছে বেজায়। যেমন কখনও চুল ব্রিক্রি প্রসঙ্গ, কখনও আবার লাইম লাইটে দেখা যাচ্ছে অভিনেতার জুতো ফ্রিজে লুকিয়ে রাখার প্রসঙ্গ।

এবার নজরে নাইটি বিভ্রাট। দত্ত বাড়ি বেশ পুরোনো মানসিকতার, পরিবর্তনের সঙ্গে গা ভাসাতে খুব একটা রাজি নন পরিবারের অধিকাংশ সদস্যই। গরমের দিনে পরিবারের মহিলাদের নাইটি পরার প্রসঙ্গ তুললেন বাড়ির বউ পর্ণা। তাতেই মেজাজ হারালেন তাঁর শ্বশুরমশাই। এরপরই পর্ণার নজরকাড়া সংলাপ, ‘দিলেন তো তারটা কেটে?’ এই প্রোমো দেখা মাত্রই কমেন্ট বক্সে ভক্তদের রোল। কেউ লিখলেন, আমার বাড়ি এক টা পনার‌ মোতো এক জন হলে ভালো হতো, এবার শুরু হবে দত্তবাড়ির নাইটি-কাণ্ড, কেউ আবার ধারাবাহিকের নামকেও ট্রোল করলেন, লিখলেন, নিম ফুলের মধু to নাইটি পরা বধূ।

অতীতে দেখা যায়, নায়ক রুমেল ফ্রিজ থেকে জুতো বের করছেন। এই সিনটি নিয়ে তুমুল হাসাহাসি হয়েছে নেট দুনিয়ায়তেও। নায়কের জুতো থাকে ফ্রিজে। এমন দৃশ্য কোনও পরিবারেই খুব একটা চোখে দেখা যায় না। বর্তমানে রমরমিয়ে চলছে ‘নিম ফুলের মধু’। রুবেল-পল্লবী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী এবং অরিজিতা মুখোপাধ্য়ায়।