TRP List: এক ধাক্কায় পিছিয়ে ‘অনুরাগের ছোঁয়া’, প্রথম স্থান দখল করে রাখল…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 07, 2023 | 2:32 PM

Bangla Serial: স্লট অদল-বদলে পাল্টে গেল ধারাবাহিকের সাপ্তাহিক রিপোর্ট কার্ড, নিজের জায়গা ফিরে পেতে মরিয়া অনুরাগের ছোঁয়া সেরা পাঁচেও জায়গা করতে পারছে না। বরং প্রথম স্থান দখল করে রাখলেন...

TRP List: এক ধাক্কায় পিছিয়ে অনুরাগের ছোঁয়া, প্রথম স্থান দখল করে রাখল...

Follow Us

প্রথমস্থান দখল করে আজও সেরার সেরা লড়াইয়ে নিজের জায়গা বজায় রেখে চলেছে জগচ্ছাত্রী ধারাবাহিক। এবারেও তেমনই ছবি ধরা পড়ল সাপ্তাহিক টিআরপি-র তালিকায়। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫। অন্যদিকে এক ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়তে দেখা গেল অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে। টানা এক বছর ধরে প্রথম স্থান দখলের লড়াইয়ে যাদের অবস্থান ছিল চোখে পড়ার মতো, কিন্তু স্থান হারিয়ে অনেকটাই পিছিয়ে এখন এই ধারাবাহিক। বরং দ্বিতীয় স্থান দখল করে নিতে দেখা গেল ফুলকি ধারাবাহিককে। যার প্রাপ্ত নম্বর ৮.০। তৃতীয় স্থানে জায়গা করে নিতে দেখা যায় নিম ফুলের মধু ধারাবাহিককে। আর চতুর্থ স্থানে কার কাছে কই মনের কথা। বেশ কিছু দিন ধরেই এই ধারাবাহিক সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। পঞ্চম স্থানে জায়গা করতে দেখা যায় তোমাদের রাণী ধারাবাহিককে।

যষ্ঠ স্থানে জায়গা করতে দেখা যায় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া-কে। পাশাপাশি গীতা LLB ও সন্ধ্যাতারা ধারাবাহিক জায়গা করে নিল যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে। শেষ দুইয়ে Love বিয়ে আজকাল ও জল থই থই ভালোবাসা। এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে ধারাবাহিকের টিআরপি-র তালিকা অনুযায়ী কার নম্বর কত–

প্রথম স্থানে জগদ্ধাত্রী (৮.৫),  দ্বিতীয়স্থানে ফুলকি (৮.০), তৃতীয়স্থানে নিম ফুলের মধু (৭.৯), চতুর্থস্থানে কার কাছে কই মনের কথা (৭.১), পঞ্চমস্থানে তোমাদের রাণী (৭.০), ষষ্ঠস্থানে অনুরাগের ছোঁয়া (৬.৯), সপ্তমস্থানে গীতা LLB (৬.৮), অষ্টমস্থানে সন্ধ্যাতারা (৬.৬), নবমস্থানে Love বিয়ে আজকাল (৬.৪), দশমস্থানে জল থই থই ভালোবাসা (৬.১)।

Next Article