সদ্য বন্ধের মুখে একগুচ্ছ ধারাবাহিক। শেষ শনিবারই বন্ধ হয়ে গিয়েছে সোহাগ জল ধারাবাহিক। তবুও প্রথম দশে তা স্থান করে নিল। যদিও নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা মাত্র তিন দিন সম্প্রচারের পরই TRP প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই তা থাকল না তালিকার প্রথম দশে। তবে প্রথম স্থান দখলের লড়াইয়ে থাকা দুই ধারাবাহিক, অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রীর মাঝে এবার প্রথম স্থান দখল করল অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রী ধারাবাহিত সোজা তৃতীয় স্থানে নেমে এল। তবে দ্বিতীয় কে? ফুলকি ধারাবাহিক ৭.৯ নম্বর পেয়ে এবার কড়া টক্কর দিল জগদ্ধাত্রীকে। তবে চমক এবার চতুর্থ ও পঞ্চম স্থানে। চতুর্থ স্থান দখল করে রয়েছে যে ধারাবাহিক তা হল হরগৌরী পাইস হোটেল।
মাঝে মধ্যই এই ধারাবাহিক প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে। এবারও তার ব্যতিক্রম হল না। পঞ্চম স্থানে এবার জায়গা করে নিল দুই ধারাবাহিক। ধারাবাহিক রাঙা বউ ও বাংলা মিডিয়াম ৬.৭ নম্বর পেয়ে পাঁচে স্থান পেল। যষ্ঠ স্থানে রয়েছে নিম ফুলের মধু ধারাবাহিক। সপ্তম ও অষ্ঠম স্থান দখল করে রেখেছে পঞ্চমী ও সোহাগ জল। সোহাগ জল শেষ সপ্তাহে মাত্র তিন দিনেই প্রথম দশে জায়গা করে নিল। নবম ও দশম স্থানে রয়েছে এক্কা দোক্কা ও সন্ধ্যাতারা ।
একজনরে জেনে নেওয়া যাক, চলতি সপ্তাহে কোন ধারাবাহিক কত নম্বর পেল, রইল সেরা দশের তালিকা। প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া, নম্বর ৮.৬, দ্বিতীয়স্থানে ফুলকি, নম্বর ৭.৯, তৃতীয়স্থানে জগদ্ধাত্রী, নম্বর ৭.৫, চতুর্থ স্থানে হরগৌরী পাইস হোটেল, নম্বর ৭.১, পঞ্চমস্থানে রাঙা বউ ও বাংলা মিডিয়াম, নম্বর ৬.৭, ষষ্ঠস্থানে নিম ফুলের মধু, নম্বর ৬.৬, স্থানে পঞ্চমী, নম্বর ৬.০, অষ্টমস্থানে সোহাগ জল, নম্বর ৫.৫, নবম স্থানে এক্কা দোক্কা, নম্বর ৫.৩, দশমস্থানে সন্ধ্যাতারা, নম্বর ৫.১।