একের পর এক নতুন ধারাবাহিক মুক্তি পেলেও সেরা স্থান দখলের লড়াইয়ে সামিল কেবল দুই, অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী। একের পর এক সপ্তাহে কেবল তারাই ধারাবাহিকভাবে প্রথম স্থান দখল করে আসছে, কোনও সপ্তাহে অনুরাগের ছোঁয়া, কোনও সপ্তাহে আবার জগদ্ধাত্রী। তবে বর্তমানে অনুরাগের ছোঁয়াতে গল্প বদলে বেশ কিছুটা দর্শক মনে জায়গা পাকা করে নিল। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এখন অভিনেতা অভিনেত্রীর মিলন পর্ব। ধীরে ধীরে কাছে আসছে সূর্য ও দীপা। দর্শক যেমনটা চেয়েছিল এবার তেমনটাই কী ঘটতে চলেছে? উত্তেজনা বাড়িয়ে তুলে এবার দর্শক মহলে হিট অনুরাগের ছোঁয়া। তাই চলতি সপ্তাহের টিআরপির তালিকাতে প্রথম স্থানে এই ধারাবাহিক।
তবে যথারীতি লড়াইয়ে সামিল জগদ্ধাত্রী মাত্র .৫-এ পিছিয়ে, সেখানেও অ্যাকশন ভরপুর। একের পর এক সিক্যোয়েন্সে নতুন নতুন চমক উঠে আসছে পর্দায়। ফলকি যথারীতি তৃতীয় স্থানেই রয়েছে। গল্পের ধারাবাহিকতা বজায় রেখে তা দর্শক মনে এক পাকাপাকি স্থান দখল করে নিয়েছে। চতুর্থস্থান দখল করল নিম ফুলরে মধু ধারাবাহিক। পঞ্চমস্থানে রয়েছে সন্ধ্যাতারা। যষ্ঠস্থানে আবার কড়া টক্কার। একদিকে শ্রুতি দাস অন্য দিকে মানালি দে, মুখোমুখি টক্করে এবার সমান নম্বর পেয়ে কার কাছে কই মনের কথা ও রাঙা বউ ষষ্ঠস্থান দখল করেছে। সপ্তমস্থানে রয়েছে খেলনা বাড়ি ও অষ্ঠমস্থান পেল লাভ বিয়ে আজকাল। নবম ও দশমস্থানে তুঁতে ও বাংলা মিডিয়াম।
প্রথমস্থানে অনুরাগের ছোঁয়া, প্রাপ্ত নম্বর ৮.৭, দ্বিতীয়স্থানে জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৮.২, তৃতীয়স্থানে ফুলকি, প্রাপ্ত নম্বর ৭.৯, চতুর্থস্থানে নিম ফুলের মধু, প্রাপ্ত নম্বর ৭.৮, পঞ্চমস্থানে সন্ধ্যাতারা, প্রাপ্ত নম্বর ৭.৩, ষষ্ঠস্থানে রাঙা বউ, প্রাপ্ত নম্বর ৭.১ ও কার কাছে কই মনের কথা, প্রাপ্ত নম্বর ৭.১, সপ্তমস্থানে খেলনা বাড়ি, প্রাপ্ত নম্বর ৬.৫, অষ্টমস্থানে লাভ বিয়ে আজকাল, , প্রাপ্ত নম্বর ৬.৩, নবমস্থানে, , প্রাপ্ত নম্বর তুঁতে, প্রাপ্ত নম্বর ৬.১, দশমস্থানে বাংলা মিডিয়াম, প্রাপ্ত নম্বর ৫.৯।