Vikram Betal: তৈরি হয়েও দেড় বছর আটকে বিক্রম বেতাল সিরিয়ালের প্রায় ২৫০ এপিসোডের সম্প্রচার, নেপথ্য রয়েছে এই কারণ

New Bengali Serial: কীসের অপেক্ষায় বসেছিল সুরিন্দর ফিল্মস? এই প্রসঙ্গে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন সুরিন্দর ফিল্মসের মালিক নিশপাল সিং রানে।

Vikram Betal: তৈরি হয়েও দেড় বছর আটকে বিক্রম বেতাল সিরিয়ালের প্রায় ২৫০ এপিসোডের সম্প্রচার, নেপথ্য রয়েছে এই কারণ
ছোট পর্দায় 'বিক্রম বেতাল'

| Edited By: Sneha Sengupta

Sep 02, 2022 | 9:24 PM

ছোটবেলায় অনেকেরই চেনা গল্প – ‘বিক্রম বেতাল’। এক সাহসী রাজপুত্র বিক্রম ও প্রেতপুরের বেতাল। সে ঘাড়ে চেপে ঘোরে বিক্রমের। সেই গল্পকেই এবার ছোট পর্দায় নিয়ে আসছে সুরিন্দর ফিল্মস। বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন জয় মুখোপাধ্যায় এবং বেতালের চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায়। দুই মুখুজ্জে মিলে ছোট পর্দায় আলো করে থাকবেন ৫ সেপ্টেম্বর থেকে বিকেল ৫টায়। সিরিয়ালের খুঁটিনাটি বিষয় নিয়ে TV9 বাংলার সঙ্গে কথা বললেন প্রযোজক রানে (সুরিন্দর ফিল্মসের মালিক) ও অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।

অভিনেতা জয় মুখোপাধ্যায়কে অনেক বছর পর ছোট পর্দায় দেখবেন দর্শক। একটা সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি শুটিং ফ্লোরে দুর্ব্যবহার করতেন। সেই কারণে নাকি বন্ধ হয়েছে শুটিংও। এ বিষয়ে জয়ের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন শুভাশিস। তিনি বলেছেন, “ওর বিরুদ্ধে অভিযোগ শুনেছি বটে, কিন্তু আমার সঙ্গে এমন ব্যবহার ও কোনওদিনও করেনি। আমাকে সিনিয়র হিসেবে যথেষ্ট সম্মান করেছে এবং কাজ শেখার চেষ্টা করেছে।” ধারাবাহিকে নাকি অভিনয় করেছেন পল্লবী দে। যে পল্লবী দে মে মাসে আত্মহত্যা করেছিলেন। সুতরাং, তাঁকে ফের পর্দায় দেখতে পাবেন দর্শক।

আরও একটি উল্লেখযোগ্য বিষয়, ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকের সম্পূর্ণ শুটিং হয়ে গিয়েছে প্রায় ১ থেকে দেড় বছর আগে। প্রায় আড়াইশোটি এপিসোড। তা হলে এতদিন কীসের অপেক্ষায় বসেছিল সুরিন্দর ফিল্মস? এই প্রসঙ্গে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন সুরিন্দর ফিল্মসের মালিক নিশপাল সিং রানে। তিনি বলেছেন, “আসলে আমাদের এই সিরিয়ালে ভিএফএক্সের ব্যবহার আছে। ভিএফএক্সের কাজ করাতে প্রচুর সময় লেগেছে। আমাদের বিশ্বাস কাজটা ভাল হয়েছে। দর্শকের ভাল লাগবে।”