
গণেশপুজো উপলক্ষে এবার সাপ্তাহিক TRP একদিন পিছিয়ে প্রকাশিত হল। আর সপ্তাহের সেই রেজাল্টের তালিকায় তড়িঘড়ি তাই এবার দেখে নেওয়ার পালা কোন ধারাবাহিকের ভাগ্য খুলল, আর কোনও ধারাবাহিক দর্শক নজরে বেশ কিছুটা পিছিয়ে পড়ল। বহুমাস ধরেই প্রথম স্তান নিজের দখলে রাখার লড়াইয়ে সামিল হয়েছে অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী। কে কাকে কড়া টক্কর দিয়ে কোন সপ্তাহে দ্বিতীয় স্থানে ঠেলে দেয়, এই প্রতিযোগীতার সাক্ষী থাকছেন দর্শকেরা বহুদিন ধরেই। এই সপ্তাহের প্রথম স্থান দখল করে নিল ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, আর দ্বিতীয়স্থানে জায়গা করে নিল জগদ্ধাত্রী। ফুলকি ধারাবাহিক গত কয়েক সপ্তাহ ধরেই দর্শকদের ভাললাগছে। তার প্রমাণ মিলছে TRP-র তালিকায়। এই সপ্তাহে তা তৃতীয়স্থানে জায়গা করে নেয়।
অভিনেতা রুবেল দাসের ধারাবাহিক নিম ফুলের মধু-ও দর্শক মাঝে বেশ চর্চিত এখন। তাই এই ধারাবাহিকও এবার জায়গা করে নিল চতুর্থ স্থানে। শ্রুতি দাসের রাঙা বউ ধারাবাহিক বরাবরই TRP-র তালিকায় মাঝামাঝি জায়গা করে থাকে। ষষ্ঠ স্থানে ধারাবাহিক সন্ধ্যাতারা। আর মানালি দে, বাসবদত্তা ও স্নেহা অভিনীত ধারাবাহিক কার কাছে কউ মনের কথা এবার স্থান পেল সপ্তমে। শাশুড়ি-বউমার মধ্যে বাকযুদ্ধ খানিক থামায় দর্শক আবারও এই ধারাবাহিককে এগিয়ে রাখছেন। কমেছে ট্রোলের মাত্রাও। অন্যদিকে খেলনা বাড়ি ধারাবাহিক সেরা দশে জায়গা পেলেও তা অনেকটাই পিছিয়ে গেল তালিয়ে। তবে সেরা দশে থাকল না ‘ইচ্ছে পুতুল’।
দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা দশের তালিকা-
প্রথমস্থানে অনুরাগের ছোঁয়া, প্রাপ্ত নম্বর ৮.৯, দ্বিতীয়স্থানে জগদ্ধাত্রী প্রাপ্ত নম্বর ৮.৪, তৃতীয়স্থানে ফুলকি প্রাপ্ত নম্বর ৭.৮, চতুর্থস্থানে নিম ফুলের মধু প্রাপ্ত নম্বর ৭.৭, পঞ্চমস্থানে রাঙা বউ প্রাপ্ত নম্বর ৬.৮, ষষ্ঠস্থানে সন্ধ্যাতারা প্রাপ্ত নম্বর ৬.৭, সপ্তমস্থানে কার কাছে কই মনের কথা প্রাপ্ত নম্বর ৬.৬, অষ্টমস্থানে খেলনা বাড়ি ৬.৫, নবমস্থানে লাভ বিয়ে আজকাল প্রাপ্ত নম্বর ৬.৪, দশমস্থানে হরগৌরী পাইস হোটেল প্রাপ্ত নম্বর ৬.৩।