শ্রীপর্ণা রায়– বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। ড্রয়িংরুমের টুসু সম্প্রতি কাজ করছিলেন ‘মুকুট’ ধারাবাহিকে। না, মুখ্য চরিত্রে নয়, বরং তাঁকে দেখা গিয়েছিল পার্শ্বচরিত্রেই। তবে সেই চরিত্র থেকে সম্প্রতি সরে এসেছেন তিনি। শোনা যাচ্ছে, সরে আসা নয়, বাদ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কেন? কেন শেষমেশ সরে আসতে বাধ্য হলেন তিনি? সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক শ্রীপর্ণা। জানিয়েছেন।, ধারাবাহিক ছেড়ে দিয়ে তাঁর মধ্যে কাজ করছেন একরাশ খারাপ লাগা। তাঁর কথায়, “অনেক সময় আমরা অনেক কিছু চাই সেটা হয়ে উঠে না। আমি জীবনের তেমনই এক অংশ হিসেবে এই ঘটনাকে নিচ্ছি। আমি চাই মুকুট-এর অনেক ভালো হোক। সরে আসাটা কষ্টকর। তবে আমার খুব পছন্দের প্রোডাকশন হাউস, আগামী দিনে নিশ্চয় আবার কাজ হবে।”
কিন্তু কী এমন হল যে সরে আসতে হল তাঁকে? শ্রীপর্ণা জানিয়েছেন, ভালবাসা ছিল বলেই সরে আসতে হয়েছে তাঁকে। কিছু শর্ত ও কিছু সমস্যার জন্যই এই সিদ্ধান্ত, যা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে। তিনি যোগ করেন, “আমার তরফ থেকে কিছু অসুবিধা হচ্ছিল, ওদেরও অসুবিধা হচ্ছিল, সেই থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া। আমাকে এনওসি দিতে বলা হয়, এখনও আমি সেটা দিয়ে উঠতে পারিনি।”
শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি বিয়ে করবেন তিনি। যদিও বিয়ের সঙ্গে কাজ ছেড়ে দেওয়ার যে কোনও সম্পর্ক নেই, সে কথা সাফ জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, আজকের দিনে বিয়ের পরেও মেয়েরা সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন, তাই তিনি যদিও বিয়ে করেনও সে ক্ষেত্রেও কাজ চালিয়ে যাবেন তিনি। তবে শ্রীপর্ণা মুকুট ছেড়ে দেওয়ার মন খারাপ তাঁর ভক্তদের। তাঁদের আশা, আবারও নতুন ধারাবাহিক দিয়ে ফিরবেন তিনি ছোট পর্দায়। যদিও শ্রীপর্ণা এখনও আগামী কাজ সম্পর্কে খোলসা করে কিছুই জানাননি। প্রসঙ্গত, কিছু মাস আগেই শুরু হয়েছিল এই ধারাবাহিক। যদিও সেই ধারাবাহিক মোটেও হিট হয়নি। ওই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ শ্রাবণী ভুঁইয়া। শোনা যাচ্ছে, কম টিআরপির কারণে নাকি বন্ধও হয়ে যেতে পারে এই ধারাবাহিক।