Swagata Mukherjee: মুখে এত দাগ; বিয়ে হবে কেমন করে?: শুনতে হয়েছিল ছোট পর্দার অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়কে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 26, 2023 | 4:24 PM

Bengali Serial: মুখে দাগ, ভারী চেহারা, গায়ের রং চাপা - এই ধরনের শারীরিক বৈশিষ্ঠ থাকলেই কটাক্ষ ধেয়ে আসে মানুষের জীবনে। অভিনেতা হলে তো কথাই নেই। ট্রোলিং পর্যন্ত শুরু হয়ে যেতে পারে। কীভাবে মোকাবিলা করবেন এই ধরনের মন্তব্যের? জানালেন বাঙালি অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়।

Swagata Mukherjee: মুখে এত দাগ; বিয়ে হবে কেমন করে?: শুনতে হয়েছিল ছোট পর্দার অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়কে
অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

Follow Us

ছোট পর্দার মেগা সিরিয়াল ‘দুর্গা’র কথা মনে আছে? সেই সিরিয়ালে দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। এবং তাতেই দুর্দান্ত এক খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়কে। দর্শকের শরীরে জ্বালা ধরিয়ে দিয়েছিল তাঁর অভিনয়। কেউ-কেউ তো ধরেই নিয়েছিলেন বাস্তব জীবনে তিনি এমন ভিলেনই। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন স্বাগতা। এবং সেই ধরনের চরিত্রে তাঁকে বেশ মানিয়েও যায়। তবে এই স্বাগতাকেই একবার তাঁর ত্বকের জন্য কটাক্ষ শুনতে হয়েছিল নিকটজনের থেকে।

লেখাপড়ায় ভাল স্বাগতার দুটি স্বপ্ন ছিল জীবনে। তিনি গায়িকা হতে চেয়েছিলেন এবং হতে চেয়েছিলেন শিক্ষিকাও। এবং হলেনও তাই। যদিও তাঁর অভিনয়ে আসা নিছকই কাকতালীয়। নাট্যব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্যর এক মঞ্চসফল নাটক মাত্র ৫-৬ বার দেখেছিলেন অভিনেত্রী। তারপরই তিনি সেই নাটকে অভিনয় করেছিলেন। অভিনয় করতে গিয়ে বুঝেছিলেন, যে কোনও কাজই না শিখে করা যায় না। অভিনয়ও তাই। বিনা তালিমে করা যায়। শিক্ষকতার পাশাপাশি তিনি গ্রুমার হিসেবে কাজ করতেন নানা সিরিয়ালে। ধীরে-ধীরে খুলে নিলেন অভিনয়ের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বাগতাকেই একটা সময় শুনতে হয়েছিল কটাক্ষ। তা করেছিলেন তাঁর মায়ের আপন বান্ধবী।

একটা সময় মুখে অনেক ব্রণর ছিল স্বাগতার। সেই দাগ না থাকলেও অভিনেত্রীর ত্বক দেখলে বোঝা যায়। সেই ব্রণর জন্য তাঁর মায়ের বান্ধবী কটাক্ষের সুরে স্বাগতার উদ্দেশে বলেছিলেন, “মুখে এত দাগ। মেয়ের বিয়ে দিবি কীভাবে?” সেদিনের সেই কটাক্ষ শুনেই ব্রণর সমস্ত চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন স্বাগতা। পরবর্তীকালে তাঁর চেহারা নিয়ে সমস্যা হয়নি। তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন এবং গ্ল্যামারস চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে।

Next Article