শহরের বুকে সবচেয়ে বড় চাঁদের হাটের আয়োজন করেছিল TV9 বাংলা। উপস্থিত ছিলেন রূপোলী পর্দার সব তারকারা। তাঁদের উপস্থিতিতে জমে উঠেছিল আসর। সিরিয়াল থেকে ওটিটি সর্বক্ষেত্রের সেরাদের বাছাই করে নেওয়ার এই প্রয়াস TV9 বাংলার।
সারাবছর মেগা সিরিয়ালের রমরমা বাংলা জুড়ে। এই মেগা সিরিয়ালের সেরা কে? এই তালিকায় মনোনিত ছিল কলরস বাংলার ‘ফেরারি মন’, জি-বাংলার সিরিয়াল ‘মিঠাই’, স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ ও জি-বাংলার আরও এক ধারাবাহিক ‘জগদ্ধাত্রী।’
বিগত কিছু মাস ধরে টিআরপি তালিকায় প্রথমে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে গত বছর থেকে সেরার স্থান দীর্ঘদিন ধরে দখল করেছিল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই।’ এবার দর্শকদের বিচারে সেরা মেগা সিরিয়াল হল ‘মিঠাই।’ মিঠাই রানি ও উচ্ছেবাবুর মিষ্টি রসায়নেই গলেছেন বাংলার দর্শক। অন্য়দিকে বিচারকদের মতে সেরা মেগা সিরিয়ালের তকমা পেয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া।’
প্রথমেই ‘মিঠাই’টিমকে পুরস্কার নিতে মঞ্চে ডেকে নেন কিংবদন্তী শুভাশিস মুখোপাধ্যায়। টিম ‘মিঠাই’-এর হাতে পুরস্কার তুলে নেন তিনিই। স্বাভাবিক ভাবেই অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছসিত মিঠাই পরিবার। প্রযোজক কৃশানু গঙ্গোপাধ্যায় বললেন, ‘মিঠাই’ যখন শুরু হয়েছিল তখন গোটা বিশ্ব কোভিডের কারণে ঘরে বন্দী। তখন আমাদের ভাবনায় উঠে আসে এমন এক পরিবার যেখানে সবাই একসঙ্গে থাকে। শুধু তাই-ই নয়, সুখ-দুঃখে একে-অপরের পাশে থাকে। প্রযোজরক ও পরিচালকে ধন্যবাদ জানিয়ে মুখ্য চরিত্র আদৃত বললেন, মিঠাই আমাদের সবাইকেই অনেককিছু দিয়েছে। সকলের কাছে চিরকৃতজ্ঞ আমরা।”
অন্যদিকে আমাদের বিচারকদের বিচারে সেরা সিরিয়ালের শিরোপা ওঠে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর মাথায়। এই ধারাবাহিকের হয়ে পুরস্কার নিতে মঞ্চে হাজির হয় ‘অনুরাগের ছোঁয়া’ পরিবার। স্বাভাবিকভাবেই পুরস্কার পেয়ে উচ্ছসিত তাঁরা। ধন্যবাদ জানালেন দর্শকদের।
শহরের বুকে সবচেয়ে বড় চাঁদের হাটের আয়োজন করেছিল TV9 বাংলা। উপস্থিত ছিলেন রূপোলী পর্দার সব তারকারা। তাঁদের উপস্থিতিতে জমে উঠেছিল আসর। সিরিয়াল থেকে ওটিটি সর্বক্ষেত্রের সেরাদের বাছাই করে নেওয়ার এই প্রয়াস TV9 বাংলার।
সারাবছর মেগা সিরিয়ালের রমরমা বাংলা জুড়ে। এই মেগা সিরিয়ালের সেরা কে? এই তালিকায় মনোনিত ছিল কলরস বাংলার ‘ফেরারি মন’, জি-বাংলার সিরিয়াল ‘মিঠাই’, স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ ও জি-বাংলার আরও এক ধারাবাহিক ‘জগদ্ধাত্রী।’
বিগত কিছু মাস ধরে টিআরপি তালিকায় প্রথমে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে গত বছর থেকে সেরার স্থান দীর্ঘদিন ধরে দখল করেছিল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই।’ এবার দর্শকদের বিচারে সেরা মেগা সিরিয়াল হল ‘মিঠাই।’ মিঠাই রানি ও উচ্ছেবাবুর মিষ্টি রসায়নেই গলেছেন বাংলার দর্শক। অন্য়দিকে বিচারকদের মতে সেরা মেগা সিরিয়ালের তকমা পেয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া।’
প্রথমেই ‘মিঠাই’টিমকে পুরস্কার নিতে মঞ্চে ডেকে নেন কিংবদন্তী শুভাশিস মুখোপাধ্যায়। টিম ‘মিঠাই’-এর হাতে পুরস্কার তুলে নেন তিনিই। স্বাভাবিক ভাবেই অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছসিত মিঠাই পরিবার। প্রযোজক কৃশানু গঙ্গোপাধ্যায় বললেন, ‘মিঠাই’ যখন শুরু হয়েছিল তখন গোটা বিশ্ব কোভিডের কারণে ঘরে বন্দী। তখন আমাদের ভাবনায় উঠে আসে এমন এক পরিবার যেখানে সবাই একসঙ্গে থাকে। শুধু তাই-ই নয়, সুখ-দুঃখে একে-অপরের পাশে থাকে। প্রযোজরক ও পরিচালকে ধন্যবাদ জানিয়ে মুখ্য চরিত্র আদৃত বললেন, মিঠাই আমাদের সবাইকেই অনেককিছু দিয়েছে। সকলের কাছে চিরকৃতজ্ঞ আমরা।”
অন্যদিকে আমাদের বিচারকদের বিচারে সেরা সিরিয়ালের শিরোপা ওঠে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর মাথায়। এই ধারাবাহিকের হয়ে পুরস্কার নিতে মঞ্চে হাজির হয় ‘অনুরাগের ছোঁয়া’ পরিবার। স্বাভাবিকভাবেই পুরস্কার পেয়ে উচ্ছসিত তাঁরা। ধন্যবাদ জানালেন দর্শকদের।