Bharti Singh and Haarsh Limbachiyaa: প্রথম সন্তানের অপেক্ষায় ভারতী-হর্ষ?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 09, 2021 | 12:02 PM

Bharti Singh and Haarsh Limbachiyaa: নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ভারতী বিশ্রামে রয়েছেন। দ্রুত জমে থাকা কাজ শেষ করে নিতে চাইছেন। কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না তিনি। একেবারেই লো প্রোফাইল মেনটেন করছেন।

Bharti Singh and Haarsh Limbachiyaa: প্রথম সন্তানের অপেক্ষায় ভারতী-হর্ষ?
দম্পতি।

Follow Us

ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া। টেলিভিশনের এই জনপ্রিয় দম্পতি নাকি প্রথম সন্তানের অপেক্ষায়। শোনা যাচ্ছে ২০২২-এ আসছে তাঁদের প্রথম সন্তান। যদিও এ বিষয়ে দম্পতি এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ভারতী বিশ্রামে রয়েছেন। দ্রুত জমে থাকা কাজ শেষ করে নিতে চাইছেন। কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না তিনি। একেবারেই লো প্রোফাইল মেনটেন করছেন।

এ প্রসঙ্গে ভারতী সাংবাদিকদের বলেন, আমি অস্বীকার করব না, আবার কনফার্মও করব না। যখন সময় হবে, আমি সরাসরি এটা নিয়ে কথা বলব। এ সব ব্যাপার তো লুকিয়ে রাখা যায় না। ফলে যখন এটা নিয়ে আমি কথা বলতে চাইব, নিশ্চয়ই বলব।

সদ্য নতুন একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করলেন দম্পতি। নাম দিয়েছেন ‘ভারতী টিভি’। ভারতী কমেডিয়ান, সঞ্চালিকা তথা অভিনেত্রীও বটে। অন্যদিকে হর্ষ নিজে লেখেন প্রযোজনাও করেন। তাঁদের দুজনের ভাবনার ফসল এই ইউটিউব চ্যানেল। প্রচুর কমেডি শোয়ের পরিকল্পনা করেছেন তাঁরা। যা দেখা যাবে এই নতুন চ্যানেলে। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কোনও সময় দর্শক দেখতে পারবেন এই চ্যানেলের সব অনুষ্ঠান।

২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। এ বার ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন বলেও জানান ভারতী। সদ্য এক ধাক্কায় ১৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছেন তিনি। ভারতী নাকি ইন্টারমিটেট ফাস্টিং অনুসরণ করেছিলেন। আর তাতেই এই ফল পেয়েছেন। ওজন বেশি থাকায় তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল। কিন্তু ওজন কমিয়ে ফেলার পর নাকি আগের থেকে তিনি অনেকটাই ভাল আছেন। ৯১ কিলোগ্রাম থেকে কমিয়ে নিজের ওজন আপাতত ৭৬-এ নিয়ে এসেছেন তিনি।

ভারতীর কথায়, “আগে আমার শ্বাস নিতে সমস্যা হত। এখন আর সমস্যা হয় না। হালকা লাগে। আমার ডায়াবেটিস আর অ্যাজমা এখন কন্ট্রোলে রয়েছে।” কিন্তু কী ভাবে এই পরিবর্তন সম্ভব হল? ভারতী শেয়ার করেছেন, “সন্ধে সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত আমি কিছু খাই না। সন্ধে সাতটার আগে রাতের খাবার খেয়ে নিই। ৩০-৩২ বছর অনেক খাবার খেয়েছি। এ বার আমার শরীরের কিছু পরিবর্তন প্রয়োজন।” ওজন কমিয়ে ফেলতে পেরে নিজের জন্য গর্বিত ভারতী।

আরও পড়ুন, Katrina Kaif Vicky Kaushal’s net worth: ক্যাটরিনা-ভিকির বার্ষিক আয় কত জানেন?

Next Article