Bharti Singh: হর্ষের সন্তান চান না ভারতী, আলাদা হওয়ার পরিকল্পনা তাঁর?

Bharti Singh: লিম্বাচিয়াকে একেবারেই মনে ধরছে না ভারতী সিংয়ের। এমনকি কোলের ছেলে গোলাও যে আর তাঁর নেই এই কয় মাসেই হাড়ে হাড়ে । টের পাচ্ছেন তিনি।

Bharti Singh: হর্ষের সন্তান চান না ভারতী, আলাদা হওয়ার পরিকল্পনা তাঁর?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 12:22 AM

হর্ষ লিম্বাচিয়াকে একেবারেই মনে ধরছে না ভারতী সিংয়ের। এমনকি কোলের ছেলে গোলাও যে আর তাঁর নেই এই কয় মাসেই হাড়ে হাড়ে । টের পাচ্ছেন তিনি। ভারতী তাই ঠিক করেছেন অনেক হল আর না। ছেলে থাক তার বাবার কাছে। তিনি বরং নিয়ে আসবেন অন্য এক সন্তান। পাপারাৎজির কাছে অনুযোগ তাঁর। ঠিক কী হয়েছে? এখনও এক বছরও হয়নি ভারতীর ছেলের। আধো কথা শিখেছে সে। তবে ভারতী তাকে বহুবার মা ডাক শেখাতে চাইলেও কিছুতেই মা আর ডাকে না গোলা। ওদিকে স্পষ্ট করে বাবা ডাকতে কোনও অসুবিধে নেই তার। আধো গলায় ‘জয় শ্রী কৃষ্ণ’ও বলতে পারে সে। আর তাতেই বেজায় মন খারাপ ভারতীর হবে না-ই বা কেন? একমাত্র ছেলে বলে কথা।

সন্তান জন্মের ১১ দিনের মাথায় কাজে ফিরেছিলেন ভারতী। তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। হয়েছিল কটাক্ষও। অনেকেই তাঁকে প্রশ্ন করেছিলেন, মা হয়ে এমনটা কী করে করতে পারলেন তিনি? সে সময় মুখ খুলেছিলেন ভারতী। বলেছিলেন, “আমি জানি অনেকেই বলছে এত ছোট বাচ্চাকে ফেলে কীভাবে কাজে চলে এলাম। কিন্তু ওই যে আমি নেগেটিভ কথা শুনতে চাই না।” বাচ্চার দেখভাল প্রসঙ্গে ভারতীর বক্তব্য, “কত মা-ই সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দেন। আমি আশীর্বাদধন্য যে আমার বাচ্চাকে দেখার জন্য আমার গোটা পরিবার রয়েছে। মাঝে মধ্যে মনে হয় ছেলে আমার পার্টি করছে। আমি শুধু চাই সবাই আমাকে ভালবাসুক।” ভারতী এও জানান, তিনি স্বর্গ থেকে নেমে আসা ফেরেস্তা নন, তাই উপার্জন দরকার তাঁরও। তা ছাড়া সংসারে এখন বাড়তি খরচ, তাই সব কিছু মিলিয়েই তিনি আবার কাজে ফিরেছেন বলে জানাচ্ছেন ভারতী।

গত বছর এপ্রিলের ৩ তারিখ সন্তানের জন্ম দেন ভারতী। সুখবর জানিয়েছিলেন হর্ষ নিজেই। মা হওয়ার আগে নানা অসুবিধের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। তাঁর ওজন বেশি ছিল। তাই সন্তান ধারণেও হচ্ছিল নানা সমস্যা। সে সময় কড়া ডায়েটের মধ্যে থেকে নিজের ওজন অনেকেটাই কমিয়েছিলেন ভারতী। এরপর তিনি অন্তঃসত্ত্বা হন। মা হন। এই মুহূর্তে ছেলে ও স্বামীকে নিয়ে সুখের সংসার তাঁর। পাশাপাশি কাজও বলছে আপন গতিতে।