Bharti Singh: চাইলে এখনই মা হতে পারবেন না, কোন সমস্যার কথা জানালেন ভারতী?

Bharti Singh: আবারও কি মা হতে চান ভারতী? ছেলের জন্মের কতদিনের মধ্যে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে তাঁর? এ সব প্রশ্নের উত্তর দিলেন তিনি।

Bharti Singh: চাইলে এখনই মা হতে পারবেন না, কোন সমস্যার কথা জানালেন ভারতী?
কী বললেন ভারতী সিং?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 31, 2022 | 3:37 PM

এপ্রিল মাসেই মা হয়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং। তাঁর ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে এসেছে ছেলে গোলা। ভারতীর বড় আদরের সে। মাঝেমধ্যেই শুটিংয়ের সময়ও ছেলেকে নিয়েই আসতে দেখা যায় তাঁকে। আবারও কি মা হতে চান ভারতী? ছেলের জন্মের কতদিনের মধ্যে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে তাঁর? এ সব প্রশ্নের উত্তর দিলেন তিনি।

ভারতী জানিয়েছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়ের মতো ছেলে জন্মের কিছুদিনের মধ্যেই আবারও মা হতেন তিনি যদি না তাঁর সিজারিয়ান বেবি হত। তবে যেহেতু সি-সেকশনের মাধ্যমে তাঁর ছেলের জন্ম হয়েছে তাই এই সময়েই আবার সন্তানের কথা তিনি ভাবছেন না। তাঁর কথায়, “আমি দ্বিতীয় সন্তান ভীষণ ভাবে চাই। আমি চাই গোলার একটা বোন হোক। কিন্তু আমার সি-সেকশন হওয়ার কারণে আমাকে আরও এক-দু’বছর অপেক্ষা করতেই হবে।” কিছু দিন আগেই দেবিনার প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে আবারও অন্তঃসত্ত্বা হওয়াকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষ শুরু হয়। তাঁকে আখ্যা দেওয়া হয় অবিবেচক হিসেবে। যদিও দেবিনা জানিয়েছিলেন চিকিৎসকের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তাঁর কোনও শারীরিক সমস্যা হচ্ছে না। দেবিনা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারতীও। একই সঙ্গে জানিয়েছেন, দ্বিতীয় বার মা হতে তাঁর মোটেও আপত্তি নেই।

এই বছরই মা হয়েছেন ভারতী। গত বছরের শেষে জীবনের এই স্পেশ্যাল খবরটি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন হর্ষ এবং ভারতী। বাড়িতেই প্রেগন্যান্সি পরীক্ষা করিয়েছিলেন ভারতী। স্ট্রিপেই মিলেছিল ‘গুড নিউজ়’। আনন্দে ভাংড়া নাচে গা ভাসিয়েছিলেন কমেডি কুইন। প্রথম সন্তান বলে কথা। এই টুকু সেলিব্রেশন তো করতেই হবে। এর আগে এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছিলেন হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর।ভারতী জানান তাঁর ওজনের জন্যই নাকি আড়াই মাস অবধি তিনি বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা। আপাতত ছেলেকে নিয়েই সময় কাটছে তাঁর। সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে কাজও।