ভাস্বরের কাশ্মীরি গান শুনে মুগ্ধ গায়ক ইসফাক
ভাস্বর একটি কাশ্মীরি গান করেছিলেন। তা শুনে মুগ্ধ কাশ্মিরী গায়ক ইসফাক কাওয়া। এই মুগ্ধতা ভাস্বরের কাছে পরম পাওয়া। সোশ্যাল ওয়ালে তাঁর সেই ভাল লাগার কথা শেয়ার করেছেন অভিনেতা।
তাঁর অভিনয়ে (Actor) গত কয়েক বছর ধরেই মুগ্ধ দর্শক। পাশাপাশি তিনি যে ভাল গানও করেন, এ কথা হয়তো সকলের জানা নেই। হ্যাঁ, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা তাঁর গান সম্পর্কে ওয়াকিবহাল। তিনি অর্থাৎ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। এ বার তাঁর গানের প্রশংসা হল পেশাদার গায়কের তরফেই।
ভাস্বর একটি কাশ্মীরি গান করেছিলেন। তা শুনে মুগ্ধ কাশ্মিরী গায়ক ইসফাক কাওয়া। এই মুগ্ধতা ভাস্বরের কাছে পরম পাওয়া। সোশ্যাল ওয়ালে তাঁর সেই ভাল লাগার কথা শেয়ার করেছেন অভিনেতা।
Amar Kashmiri gaan sune Kashmiri singer Ishfaq Kawa reply koren and we had a long Instagram chat. Onar personal number…
Posted by Bhaswar Chatterjee on Sunday, April 18, 2021
ভাস্বর লিখেছেন, ‘আমার কাশ্মীরি গান শুনে কাশ্মীরি গায়ক ইসফাক কাওয়া রিপ্লাই করেন। ইনস্টাগ্রামে আমাদের কথা হয়েছে। ওঁর ব্যক্তিগত ফোন নম্বর দিয়ে বলেছেন, কাশ্মীর গেলে ওঁর বাড়ি যেতে, দেখা করতে। আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে ভাল লাগছে।’
এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এ অভিনয় করছেন ভাস্বর। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘কিক’-এর একটি ওয়েব সিরিজ ‘নেক্সট’-এ কাজ করলেন। ওয়েব সিরিজ ‘পাপ’-এর দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন। ২০১৯-এ ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল ‘পাপ’। তারই দ্বিতীয় সিজনের শুটিং করলেন।
আরও পড়ুন, আমাদের দেশে রাজনীতিবিদরাই নিয়ম তৈরি করেন এবং ভাঙেন: দেব
অভিনয়ের পাশাপাশি গানের চর্চা প্রথম থেকেই করেছেন ভাস্বর। তাঁর পরিবারেও রয়েছে গানের ইতিহাস। মাতৃভাষার বাইরে অন্য যে কোনও ভাষাতেই গান গাইতে আলাদা দক্ষতা প্রয়োজন। সেই কাজ তিনি দক্ষ ভাবে করতে পেরেছেন। পেশাদার গায়কের থেকে প্রশংসা পেয়ে তাই মুগ্ধ অভিনেতা।