পৃথ্বী শ (Prithvi Shaw) এবং স্বপ্না গিলের (Sapna Gill) মধ্যে ‘সেলফি’ বিতর্ক থামবার নয়। আদালত অবধি ইতিমধ্যেই জল গড়য়েছে। ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন স্বপ্না। অন্যদিকে ক্রিকেটারের উপর হামলা এবং টাকা যাওয়ার অভিযোগে স্বপ্নাকেও করা হয়েছিল গ্রেফতার। এবার জামিন পেতেই ইনস্টাগ্রামে এক অসুখী মনের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। যে ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘শুধুমাত্র আমার গল্পটা আমি জানি, কী অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে সেটা শুধু আমি জানি। ছোট থেকেই আমি নকল হতে শিখিনি।” যদিও স্বপ্নার পাশে দাঁড়াতে দেখা যায়নি নেটিজেনদের একটা বড় অংশকে। তাঁদের অনেকেই মনে করছেন মহিলা হওয়ার সুবিধে নিচ্ছেন স্বপ্না। তাঁদের দাবি শ্লীলতাহানির অভিযোগ মিথ্যে।
ঠিক কী ঘটেছিল পৃথ্বী ও স্বপ্নার মধ্যে? কয়েক দিন আগে রাতের দিকে মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় পৃথ্বী শ এবং স্বপ্না গিলের মধ্যে সেলফি তোলা নিয়ে ঝামেলা বাঁধে। ঘটনা হাতাহাতিতে পৌঁছায়। পৃথ্বী ও তাঁর বন্ধু ওশিওয়ারা থানায় অভিযোগ জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্বপ্না ও তাঁর দলবলের বিরুদ্ধে মারধর, গাড়ি ভাঙচুর ও টাকা চাওয়ার অভিযোগ জানান পৃথ্বী। ওই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে বেসবল ব্যাট হাতে মারমুখী স্বপ্নার হাত থেকে ব্যাট কেড়ে নিচ্ছেন পৃথ্বী। তারপর কাউকে একটা ফোন করছেন। অন্যদিকে স্বপ্নার গলা সপ্তমে। পৃথ্বীর অভিযোগের ভিত্তিতে স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। তিন দিন পর জামিন পেয়েই ভারতীয় দলের তরুণ ব্যাটারের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ আনেন তিনি। যদিও ওই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।