Serial Gossip: পাঁচ বছরের সম্পর্ক গেল ভেঙে! সিরিয়ালের এই জুটির বিচ্ছেদে মনখারাপ ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 23, 2023 | 9:40 AM

Serial Gossip: 'বিগবস'-এর সেটে প্রথম দেখা হয়েছিল তাঁদের। সেখান থেকেই শুরু হয় প্রেম। সেই প্রেম পাঁচ বছর টিকলেও অবশেষে বিচ্ছেদ হয়ে গেল...

Serial Gossip: পাঁচ বছরের সম্পর্ক গেল ভেঙে! সিরিয়ালের এই জুটির বিচ্ছেদে মনখারাপ ভক্তদের

Follow Us

‘বিগবস’-এর সেটে প্রথম দেখা হয়েছিল তাঁদের। সেখান থেকেই শুরু হয় প্রেম। সেই প্রেম পাঁচ বছর টিকলেও অবশেষে বিচ্ছেদ হয়ে গেল ওই রিয়ালিটি শো খ্যাত জুটি বান্দেগি কালরা ও পুনীশ শর্মার। খবরটা শেয়ার করেছেন বান্দেগি নিজেই। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “সবাইকে জানাচ্ছি আমি ও পুনীশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দু’জন যৌথ ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি যোগ করেন, “যে সময়টা আমরা কাটিয়েছি তা সারাজীবন উপভোগ করব। জীবনে যাই করি না কেন দু’জনের জন্য শুধু ভালবাসাই রয়েছে। একটা অনুরোধ করব আমাদের প্রাইভেসিকে সম্মান করে নিজেদের মতো করে গল্প বানিয়ে নেবেন না।” বান্দেগি ও পুনীশের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। বিগবসের বাড়িতে তাঁরা যখন সম্পর্কে আসেন তখন এক কাস্টিং ডিরেক্টর দাবি করেছিলেন, তাঁর সঙ্গে বান্দেগির সম্পর্ক রয়েছে। যদিও তিনি এই কথা মানেননি। শোনা যায়, লিভ ইনে ছিলেন এই জুটি। বিগবসে থাকাকালীন ক্যামেরার সামনে তাঁদের ঘনিষ্ঠ হওয়া নিয়ে অতীতে হয়েছে নানা আলোচনা। কেন তাঁরা ব্রেকআপ করলেন, তা যেন কিছুতেই বুঝতে পারছেন না ভক্তরা। তবে তাঁদের মন ভাল নেই। কোনও ভাবে কি আবারও এক হওয়া যায় না? সে প্রশ্নই তুলেছেন তাঁরা। হালফিলে বলিউডের নতুন ট্রেন্ড যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা। সে আমির খান-কিরণ রাও হন অথবা সামান্থা-নাগা। আলাদা পথে হাঁটলেন না এই জুটিও।

 

 

Next Article