বিগবসের বাড়িতে মারামারি, সিদ্ধার্থ এবং আসিমের মধ্যে এখন সম্পর্ক কেমন?

May 30, 2021 | 3:19 PM

তিক্ততা দিয়ে শেষ হয়েছিল তাঁদের সম্পর্ক। এখন যদি সিদ্ধার্থের সঙ্গে দেখা হয় কেমন প্রতিক্রিয়া হবে তাঁর? আসিম জানিয়েছেন তিনি পুরনো কথা আঁকড়ে না থেকে জীবনে এগিয়ে যেতেই পছন্দ করেন।

বিগবসের বাড়িতে মারামারি, সিদ্ধার্থ এবং আসিমের মধ্যে এখন সম্পর্ক কেমন?
মুখোমুখি আসিম-সিদ্ধার্থ

Follow Us

বিগবসের ১৩ সিজনে একসঙ্গে এন্ট্রি নিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা এবং আসিম রিয়াজ। প্রথম দিকে তাঁদের বন্ধুত্ব যেন জয়-বীরু। কিন্তু সিজন যত এগোয় ততই তিক্ত হয় সম্পর্ক। এমন অবস্থায় পৌঁছে যায় যে তা গড়ায় হাতাহাতির পর্যায়ে। মাঝে কেটেছে অনেকটা সময়। সিদ্ধার্থ এবং আসিমের বর্তমান সম্পর্ক কেমন? মুখ খুললেন আসিম নিজেই।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিম জানিয়েছেন, বিগবসের পর নাকি দুজনের আর সেভাবে কথাই হয়নি। তাঁর কথায়, “বিগবস শেষ হয়ে যাওয়ার পর ওই সব বাপার নিয়ে কথা বলার মতো সময় আমার বা সিদ্ধার্থ কারওরই হয়নি। আমার মনে হয় বিগবসের বাড়ি আবহাওয়া-ভাইবসের জন্যই ওইসব ক্রিয়া-প্রতিক্রিয়া হয়। বাইরে কারও ওইসব পুরনো কথা টানার মতো সময় থাকে না। কারণ, এটা মুম্বই। এখানে সবার একটাই উদ্দেশ্য কীভাবে কাজের মাধ্যমে নিজের পরিচিতি টিকিয়ে রাখা যায়।”

আরও পড়ুন- ইয়াসে গৃহহীন মানুষের পাশে নীল-তৃণা, শুরু করলেন নয়া উদ্যোগ

তিক্ততা দিয়ে শেষ হয়েছিল তাঁদের সম্পর্ক। এখন যদি সিদ্ধার্থের সঙ্গে দেখা হয় কেমন প্রতিক্রিয়া হবে তাঁর? আসিম জানিয়েছেন তিনি পুরনো কথা আঁকড়ে না থেকে জীবনে এগিয়ে যেতেই পছন্দ করেন। তিনি বলেন, “সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাতেই বিশ্বাসী আমি। যদি দেখা হয় তবে নিশ্চয়ই দারুণ মজা হবে।”


বিগবস জিততে পারেননি আসিম। সিদ্ধার্থ ছিনিয়ে নিয়েছিলেন শ্রেষ্ঠত্বর শিরোপা। তিনি হয়েছিলেন দ্বিতীয়। তবে ওই শো’র মধ্যে দিয়েই তিনি পেয়েছিলেন তাঁর ভালবাসার মানুষ হিমাংশী খুরানাকে। এই মুহূর্তে আসিমের হাতে রয়েছে বেশ কয়েকটি ভাল ভাল কাজ। পিছিনে নেই সিদ্ধার্থ শুক্লাও।

Next Article