Jasmin Bhasin Birthday: প্রেমিকার ৩০, অভিনব সারপ্রাইজ প্ল্যান করলেন আলি গোনি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 26, 2021 | 1:22 PM

শনিবার পাপারাৎজির ক্যামেরায় বন্দী হন তাঁরা। সূত্রের খবর, আলি গোনির দিদি এবং তাঁর পরিবার ইহামও যোগ দেবে তাঁদের সঙ্গে। নিছকই ট্রিপ নয়, প্রেমিকার জন্মদিন আরও স্পেশ্যাল করতে নাকি বিশেষ প্ল্যানও করেছেন আলি।

Jasmin Bhasin Birthday: প্রেমিকার ৩০, অভিনব সারপ্রাইজ প্ল্যান করলেন আলি গোনি
জ্যাসমিন এবং আলি

Follow Us

 

বিগবসের বাড়ি থেকে বেরনোর পর থেকেই তাঁদের ভালবাসার রেলগাড়ি এগিয়েই চলেছে। কখনও আলির কাশ্মীরের বাড়ি গিয়ে জ্যাসমিনের সময় কাটানো আবার কখনও বা পাপারাৎজির সামনেই ‘খুল্লামখুল্লা’ প্রেমের ইজহার, বিরাম নেই কিছুতেই। দু’দিন পরেই জ্যাসমিন ভাসিনের জন্মদিন। দিনটিকে স্পেশ্যাল করে তুলতেই প্রেমিকাকে নিয়ে গোয়া উড়ে গেলেন আলি।

শনিবার পাপারাৎজির ক্যামেরায় বন্দী হন তাঁরা। সূত্রের খবর, আলি গোনির দিদি এবং তাঁর পরিবার ইহামও যোগ দেবে তাঁদের সঙ্গে। নিছকই ট্রিপ নয়, প্রেমিকার জন্মদিন আরও স্পেশ্যাল করতে নাকি বিশেষ প্ল্যানও করেছেন আলি। জন্মদিন আসার আগেই যদিও সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। গোলাপি গোলাপগুচ্ছের ছবি শেয়ার করে জ্যাসমিন লিখেছেন, “আলি তুমি জান, আমায় কীভাবে খুশি করতে হয়…”।


লকডাউনে বয়ফ্রেণ্ড আলি গোনির সঙ্গে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন জাসমিন। সেখানেই অবসর কাটানোর জন্য প্রস্তুতি নিতে না নিতেই করোনা আক্রান্ত হন তিনি এবং আলি। দিন কয়েক আগে করোনা পরবর্তী দুর্বলতা নিয়ে পোস্ট করেছিলেন আলি। তিনি লিখেছিলেন, “কোভিড পরবর্তী এফেক্ট আরও খারাপ। আলস্য, গায়ে ব্যথা, মাথা ব্যথা আরও কত কী…১৫ মিনিটের বেশি হাঁটাও সম্ভব হচ্ছে না।”
যদিও তাঁর সাম্প্রতিক গোয়া ট্রিপ বলে দিচ্ছে, আগের থেকে এখন অনেকটাই সুস্থ তাঁরা…।

Next Article