Afsana Khan: কোয়রান্টিনে প্যানিক অ্যাটাক, যাত্রা শুরু হওয়ার আগেই বিগবস ছাড়লেন প্রতিযোগী?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 28, 2021 | 9:08 PM

গত সপ্তাহেই পার্টনার সাজের সঙ্গে মুম্বই চলে এসেছিলেন আফসানা। শো-র নিয়ম মতো করণ কুন্দ্রা, উমর রিয়াজসহ অন্যান্য প্রতিযোগীর সঙ্গে বিগবসে ঢোকার আগে এক হোটেলে নিভৃতবাসে ছিলেন তিনি।

Afsana Khan: কোয়রান্টিনে প্যানিক অ্যাটাক, যাত্রা শুরু হওয়ার আগেই বিগবস ছাড়লেন প্রতিযোগী?
আফসানা খান।

Follow Us

বিগবসের নতুন সিজনের প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে খবর, শো শুরু হওয়ার আগেই নাকি শারীরিক অসুস্থতার কারণে শো ছাড়লেন প্রতিযোগী আফসানা খান। সত্যিই কি তাই? কী জানা যাচ্ছে?

গত সপ্তাহেই পার্টনার সাজের সঙ্গে মুম্বই চলে এসেছিলেন আফসানা। শো-র নিয়ম মতো করণ কুন্দ্রা, উমর রিয়াজসহ অন্যান্য প্রতিযোগীর সঙ্গে বিগবসে ঢোকার আগে এক হোটেলে নিভৃতবাসে ছিলেন তিনি। সূত্রের খবর, আচমকাই প্যানিক অ্যাটাক হয় তাঁর। ইনস্টাগ্রামে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছে একটি পোস্টও করেন তিনি। লেখেন, “আমি ঠিক নেই। আমার জন্য প্রার্থনা করো।” বিগবসের তরফ থেকেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয় বলেও খবর।

আফসানা পঞ্জাবে নামজাদা গায়িকা। বলিউডে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের দাবি তাঁর গায়ে জ্বরও মারাত্মক। এমতাবস্থায় ইতিমধ্যেই নাকি নিজের রাজ্যে উড়ে গিয়েছেন গায়িকা। এই সিজনে অংশ নিচ্ছেন না তিনি। সেই খবরকেই কার্যত শিলমোহর লাগিয়ে ইনস্টাগ্রামে অপর এক স্টোরিতে তাঁর শো ছেড়ে দেওয়ার খবর সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করে আফসানা তাঁর ফ্যানেদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নেন। যদিও অভিনেত্রীর ম্যানেজার তাঁর পঞ্জাব ফিরে যাওয়ার খবরকে ভুয়ো বলে দাবি করে জানান, বিগবস ১৫তে অংশ নিচ্ছেন আফসানা। আফসানা স্টোরিতে মনের ভাব ব্যক্ত করলেও নিজের মুখে সাংবাদিকদের এখনও পর্যন্ত কিছু জানাননি, যা এই সিজনে তাঁর থাকা নিয়ে জল্পনা বাড়িয়ে তুলেছে। যদি তিনি সত্যি শো ছেড়ে দিয়ে থাকেন তবে শেষ মুহূর্তে কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা নিয়েও চলছে আলোচনা।

আফসানার স্টোরি থেকে নেওয়া স্ক্রিনশট।

আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগবসের ১৫ তম সিজন। সঞ্চালকের ভূমিকায় আরও একবার দেখা যাবে সলমন খানকে। ইতিমধ্যেই বেশ কিছু প্রতিযোগীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে রিয়া চক্রবর্তীকে নাকি দেখা যেতে পারে এই সিজনে। বিগবস ওটিটি থেকে ইতিমধ্যেই প্রতীক সহজপাল, শমিতা শেট্টি ও নিশান্ত ভাটকে দেখতে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। বিগবসের এই সিজনের থিম হল জঙ্গল। সেভাবেই সাজানো হয়েছে গোটা সেট। অন্যান্য বারের তুলনায় এই বারে রয়েছে আরও বেশি চমক– এমনটাই দাবি করেছেন সলমন খান। এই সিজনে দেখা যাবে এভারগ্রীন রেখাকেও। তবে সশরীরে নয়, এক অন্য ভূমিকায় হাজির থাকবেন তিনি। প্রস্তুতি চলছে জোরকদমে। আফসানার উপস্থিতি নিয়ে যদিও অনিশ্চয়তা কাটছেই না।

Next Article