AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Boss 15: এক বিছানায় ঘনিষ্ঠ, করণ চুমু খাওয়ার উপক্রম করতেই কী করলেন তেজস্বী?

এক বিছানায় শুয়ে ছিলেন দুজনে। বিগবসের ঘরে তখন রাত ঘনিয়ে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আচমকাই তেজস্বীর দিকে এগিয়ে যান করণ।

Big Boss 15: এক বিছানায় ঘনিষ্ঠ, করণ চুমু খাওয়ার উপক্রম করতেই কী করলেন তেজস্বী?
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আচমকাই তেজস্বীর দিকে এগিয়ে যান করণ।
| Edited By: | Updated on: Dec 26, 2021 | 3:14 AM
Share

এই ঝগড়া করছেন, উগরে দিচ্ছেন রাগ, আবার পরমুহূর্তেই হাতে হাত, মুখে হাসি। বিগবসের অন্দরে করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের কেমিস্ট্রি বোঝা দায়। এবার তেজস্বীকে চুম্বনের উপক্রম করতেই করণকে সরিয়ে দিলেন অভিনেত্রী। পাল্টা কী বললেন জানেন?

এক বিছানায় শুয়ে ছিলেন দুজনে। বিগবসের ঘরে তখন রাত ঘনিয়ে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আচমকাই তেজস্বীর দিকে এগিয়ে যান করণ। ব্যাপার বুঝতে পেরেই তেজস্বী প্রায় থামিয়ে দিয়ে বলে ওঠেন, “ওসব ভেবোওনা, ভেবোওনা ওসব”। আচমকাই ঘরে প্রবেশ করেন রাখী সাওয়ান্ত। রাখীকে ওই সময়ে ওই খানে দেখে খানিক ঘাবড়েও যান ওই লাভ বার্ডস। যদিও পরমুহূর্তেই সামলে নেন গোটা পরিস্থিতি।

কিছুদিন আগেই মন ভেঙেছিল করণ কুন্দ্রার। তেজস্বী প্রকাশের সঙ্গে তাঁর রসায়ন নিভু নিভু হয়ে উঠেছিল খানিক। প্রথম রাউন্ডে করণের থেকে সাহায্য পেয়েও পরবর্তীতে করণকে ডজ করেছিলেন তেজস্বী। বেছে নিয়েছিলেন শো’র অন্য প্রতিযোগী নিশান্ত ভাটকে। মন ভেঙেছিল করণের। এমনকি তেজস্বী অনৈতিক ভাবে খেলা জিতছে, এ অভিযোগও এসেছিল করণের তরফে। যদিও সে সব এখন অতীত। বিগবসে ভাঙা-গড়ার খেল যে লেগেই থাকে।