AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss 16: ১৯ বছরের আব্দুকে জোর করে চুম্বন, কাঠগড়ায় অভিনেত্রী, প্রশ্ন, ‘মেয়ে হলে পারতেন’?

Bigboss 16: যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে আব্দুকে জড়িয়ে ধরে আদর করছেন টিনা। শুধু তাই নয় চুমুও খাচ্ছেন জোর করে। আব্দু ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও কিছুতেই যেন পারছেন না।

Bigg Boss 16: ১৯ বছরের আব্দুকে জোর করে চুম্বন, কাঠগড়ায় অভিনেত্রী, প্রশ্ন, 'মেয়ে হলে পারতেন'?
'মেয়ে হলে পারতেন'?
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 8:15 AM
Share

বিগবসের এই সিজনে অংশ নিয়েছেন কাজাকিস্তানের বামন প্রতিযোগী আব্দু রোজিক। আব্দু একজন ইউটিউবার, বেশ জনপ্রিয়। এবার তাঁকেই জোর করে চুমু খাওয়ার অভিযোগ উঠল শো-য়ের আর এক প্রতিযোগী টিনা দত্তের নামে। এক ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই কার্যত কাঠগড়ায় টিনা। নেটিজেনদের প্রশ্ন, “আপনি পুরুষ ও আব্দু নারী হলেও কি ব্যাপারটা মজাই থাকত”?

যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে আব্দুকে জড়িয়ে ধরে আদর করছেন টিনা। শুধু তাই নয় চুমুও খাচ্ছেন জোর করে। আব্দু ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও কিছুতেই যেন পারছেন না। এখানেই শেষ নয়, আব্দুকে উদ্দেশ্য করে টিনাকে বলতে শোনা যায়, তোমার গা দিয়ে ভীষণ ভাল গন্ধ বের হচ্ছে”। কোনওরকমে টিনার বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে জায়গা ছেড়ে পালান আব্দু। যাওয়ার আগে অবশ্য বলে যান, “আমি ঠিক আছি, সবাই পাগল হয়ে গিয়েছে এখানে। শুধু আমি নয়।”

এরপরেই নিন্দার ঝড় ওঠে। অনেকেই টিনাকে মনে করিয়ে দেন, আব্দু কিন্তু শিশু নয়। জন্মগত তিনি খর্বকায় হলেও এক প্রাপ্তবয়স্ক মানুষ। তাই এই চুমু খাওয়ায় তাঁর সম্মতি রয়েছে কিনা তা জেনে নেওয়াও একান্ত জরুরি। অনেকেই লেখেন, “আব্দু বারবার বারণ করা সত্ত্বেও কেন শুনছিলেন না টিনা। ঘটনাটি যদি টিনার সঙ্গে হত, তাঁর কেমন লাগত?” যদিও টিনা ভক্তদের পাল্টা যুক্তি পরম স্নেহেই আব্দুকে জড়িয়ে ধরেছিলেন টিনা। এই সিজন প্রথম থেকেই বিতর্কের মুখে। সাজিদ খান এই সিজনে অংশ নিয়েছেন, যার বিরুদ্ধে বলিউডের প্রায় দশ জন মডেল-অভিনেত্রী বিভিন্ন সময়ে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। সাজিদকে শো থেকে বাদ দেওয়ার ডাকও উঠেছে। এরই মধ্যে আব্দু ও টিনার এই ঘটনা। তাতে অবশ্য আখেরে লাভই হয়েছে শো’র নির্মাতাদের। কারণ, বিগবস মানেই যে শুধুই বিতর্ক।