#MeToo: হাল ছাড়ছেন সলমনও, দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মাশুল দিতেই হল সাজিদকে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 14, 2022 | 9:14 AM

Sajid Khan: শো’র প্রথম দিনে আলাপ পর্ব সারার সময় সাজিদ দাবি করেন, তাঁর নামে যা যা রটেছে সে সব ‘মিথ্যে অভিযোগ’ ভুল প্রমাণ করতেই নাকি বিগবসে আগমন তাঁর। নেটিজেনদের প্রিয় শেহনাজ গিলও সাজিদের পাশে দাঁড়ান।

#MeToo: হাল ছাড়ছেন সলমনও, দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মাশুল দিতেই হল সাজিদকে?

Follow Us

এক নয়, দুই নয়– দশ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে। সেই সাজিদ খানই নাকি সলমন খান পরিচালিত ‘বিগবস’-এর মঞ্চ রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন! দেশ জুড়ে চলছে প্রতিবাদ। দিল্লি মহিলা কমিশনও ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এর বিরুদ্ধাচারণ করে চিঠিও দিয়েছে। এবার সামনে এল নতুন খবর। ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদন জানাচ্ছে, দেশজুড়ে চলা এই তীব্র প্রতিবাদ মিছিলের পর নাকি বড় সিদ্ধান্ত নিতে চলেছে ‘বিগ বস’টিম। এমনকি সলমন খান, শো’টির অন্যতম স্তম্ভও নাকি ক্রমশ হাল ছাড়ছেন। মূলত সাজিদকে শো’র অংশ করার নেপথ্যে তিনিই ছিলেন কান্ডারী। ওই প্রতিবেদন আরও জানাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই নাকি সাজিদকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিগবস নির্মাতাকারীরা। হয়তো শো থেকে বাদ পড়তে পারেন সাজিদ।

সূত্রের কথায়, সাজিদের দিদি পরিচালক ফারহা খানই সলমনকে অনুরোধকে করেছিলেন ভাইকে তাঁর শো-য়ে জায়গা দেওয়ার জন্য। ফারহার সঙ্গে সলমনে সুমধুর সম্পর্ক। তাই কিছুতেই ফারহাকে না বলতে পারেননি ভাইজান। কিন্তু সাজিদকে নেওয়ার পর থেকে যে হারে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ হয়ে চলেছে তা যে শো’র টিআরপির পক্ষে একেবারেই ভাল নয়, তা জানেন সলমন নিজেই। সেই কারণেই নাকি সাজিদকে ছাড়াই শো এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তিনি। হাজার হোক দর্শক হল লক্ষ্মী।

শো’র প্রথম দিনে আলাপ পর্ব সারার সময় সাজিদ দাবি করেন, তাঁর নামে যা যা রটেছে সে সব ‘মিথ্যে অভিযোগ’ ভুল প্রমাণ করতেই নাকি বিগবসে আগমন তাঁর। নেটিজেনদের প্রিয় শেহনাজ গিলও সাজিদের পাশে দাঁড়ান। প্রিয় ‘সাজিদ ভাই’কে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনদের একটা বড় অংশ। সাজিদের বিরুদ্ধে ক্ষোভ তো জমা হয়ই পাশাপাশি ‘যৌন শিকারি’র পাশে দাঁড়ানোর জন্য নিন্দার মুখে পড়তে হয় শেহনাজ ও সলমনকেও। শুধু নেটিজেনরাই নন, বলিউডের অন্দরেও প্রগাঢ় হয়ে ওঠে ক্ষোভ। অতীতে সাজিদের ‘লালসা’র মুখে পড়তে হয়েছে এমন অনেক অভিনেত্রী এই ঘটনায় পুনরায় মুখ খোলেন।

মডেল-তারকা র‍্যাচেল হোয়াইট, অভিনেত্রী সিমরান সুরি, শারলিন চোপড়া, ডিম্পল পালের মতো তারকারা যারা কোনও না কোনও সময়ে সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাঁরা সরাসরি প্রতিবাদ করেন। এখানেই শেষ নয়, শারলিন প্রকাশ্যেই অভিযোগ করেন, সাজিদ নাকি যৌনাঙ্গ দেখিয়েছিলেন তাঁকে। তিনি লেখেন, “ওই লোকটি তাঁর গোপনাঙ্গ আমার সামনে মেলে ধরে তা দশের মধ্যে নম্বর দেওয়ার জন্য বলে।” সেই সাজিদই আবার বিগবসে কী করে যেতে পারে সে দাবি তুলে ঘটনায় সলমন খানকেও পক্ষ নেওয়ার জন্য আবেদন করেন শারলিন। উরফি জাভেদও প্রতিবাদ করেন প্রকাশ্যেই। তিনি বলেন, “এত জন অভিনেত্রীর সর্বনাশ করেও কী করে সে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে? টিআরপি বাড়ানোর জন্যই কি এমনটা করা হচ্ছে?” আপাতত অপেক্ষা এক সপ্তাহের, এর পরেই সাজিদকে নিয়ে সিদ্ধান্ত জানাতে চলেছে বিগবস টিম। কী সিদ্ধান্ত হয়, এখন সেটাই দেখার।

Next Article