AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Charu-Rajeev: ‘সন্দেহবাতিক, বদরাগী…’, সুস্মিতা সেনের ভাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ

Bollywood Divorce: কী এমন হল যে বিচ্ছেদের দিকে এগল তাঁদের সম্পর্ক? কেন নিজেদের সম্পর্ককে সুযোগ দিয়েও বাঁচাতে পারলেন না তাঁরা?

Charu-Rajeev: 'সন্দেহবাতিক, বদরাগী...', সুস্মিতা সেনের ভাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ
চারু-রাজীব।
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 10:06 PM
Share

আবারও আলোচনায় সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও স্ত্রী চারু আসোপার সম্পর্ক। রাজীব নাকি তাঁকে মারধরও করেছেন, সংবাদমাধ্যমের সামনে এমনই গুরুতর অভিযোগ এনেছেন চারু। জানিয়েছেন, বিচ্ছেদের পথেই হাঁটবেন তিনি। চারুর কথায়, “যদি এই বিয়ে আরও টেনে নিয়ে যাই তবে আমাদের ছোট্ট মেয়ে জিয়ানার জন্য তা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। যখন আমি বাড়িতে সবটা জানালাম ওরা আমায় পরিষ্কার বলেছে, এই বিয়ে আমার আর টেনে নিয়ে যাওয়া উচিত নয়।” চারু এই মুহূর্তে তাঁর বাবার বাড়িতে রয়েছেন। তাঁর মেয়ে ডেঙ্গুতে আক্রান হয়ে হাসপাতালে ভর্তি। চারু জানিয়েছেন, মুম্বই ফিরে গিয়ে আর রাজীবের বাড়িতে উঠতে চান না তিনি। ইতিমধ্যেই এক বাড়ি ভাড়া তিনি নিয়েছেন।

কী এমন হল যে বিচ্ছেদের দিকে এগল তাঁদের সম্পর্ক? কেন নিজেদের সম্পর্ককে সুযোগ দিয়েও বাঁচাতে পারলেন না তাঁরা? চারুর কথায়, “যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমার সঙ্গে ঝামেলা করে যাচ্ছে, প্রথম লকডাউনের আগে হঠাৎই আমাকে ছেড়ে চলে যায়। তিন মাসের জন্য হাওয়া। আমি একা ছিলাম। আমি বুঝে গিয়েছি এই ৪৫ বছর বয়সে ওকে আর পরিবর্তন করা সম্ভব নয়। আমি ভেবেছিলাম মেয়ের মুখের দিকে তাকিয়ে হয়তো সবটা ঠিক করে নেবে, কিন্তু ও বদরাগী। আমার উপর এক দু’বার হাতও তুলেছে।” চারুর অভিযোগ, রাজীব নাকি তাঁকে সন্দেহও করেন। ধারাবাহিকের শুটিংয়ের সময় তিনি নাকি চারুর সহ অভিনেতাকে মেসেজ করে বলেছিলেন, চারুর থেকে দূরে থাকতে।

স্ত্রীর এই গুরুতর অভিযোগের পাল্টা মুখ খুলেছেন রাজীবও। তিনি জানিয়েছেন, আপাতত নিজেদের ব্যক্তিগত সমস্যার কথা মিডিয়ায় সামনে না এনে মেয়ের ডেঙ্গু থেকে দ্রুত সুস্থতার দিকে নজর দিতে চান তিনি। তাঁর পাল্টা অভিযোগ, মেয়েকে নিয়ে চারু যখন মুম্বই ছাড়েন তখন তাঁকে একবারের জন্যও বলেননি তিনি। রাজীবের কথায়, বিচ্ছেদ যদি হয়ই তবে বিচ্ছেদের কারণ তাঁরা দুজনেই। তিনি যোগ করেন, বিচ্ছেদের খোরপোশ চাননি চারু, তবে তিনি চান মেয়ের যাবতীয় খরচ দিতে ইচ্ছুক। প্রসঙ্গত, বিয়ের পর থেকেই রাজু ও চারুর সম্পর্ক টক অব দ্য টাউন। এই আড়ি এই ভাবে করেই কেটেছে সাড়ে তিন বছর। মাঝে আরও একবার বিচ্ছেদের আবেদন করেছিলেন চারু। যদিও কিছুদিন পর দুজনেই জানিয়েছিলেন, জিয়ানার মুখের দিকে তাকিয়ে এই বিয়েকে শেষ সুযোগ দিতে চান তাঁরা। তবে চারুর সাম্প্রতিক বক্তব্য বলছে, সেই ‘সুযোগ’ ফলপ্রসূ হয়নি। বিচ্ছেদের দিকেই হাঁটতে চলেছেন তিনি।