Tolly Inside: ভেজা শরীরে বাথটবে পল্লবী, ‘পর্ণা’কে এভাবে আগে দেখেছেন কখনও?

Tolly Inside: পল্লবী শর্মা কে চেনেন? ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু'তে তিনিই 'বাবুর বৌ'। এ হেন পল্লবীই এবার বোল্ড লুকে। বাথটবে শেয়ার করলেন তাঁর উষ্ণ ছবি। ভেজা শরীরে বাথটবে তিনি। চারিদিকে ছড়ানো গোলাপের পাপড়ি। হঠাৎ দেখলে থমকে যেতে হয়।

Tolly Inside: ভেজা শরীরে বাথটবে পল্লবী, পর্ণাকে এভাবে আগে দেখেছেন কখনও?
পল্লবী শর্মা।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 07, 2023 | 3:09 PM

পল্লবী শর্মা কে চেনেন? ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে তিনিই ‘বাবুর বৌ’। এ হেন পল্লবীই এবার বোল্ড লুকে। বাথটবে শেয়ার করলেন তাঁর উষ্ণ ছবি। ভেজা শরীরে বাথটবে তিনি। চারিদিকে ছড়ানো গোলাপের পাপড়ি। হঠাৎ দেখলে থমকে যেতে হয়। দত্ত বাড়ির ছোট বউয়ের ছবিই কি এটি? সামাজিক মাধ্যমে ভুয়ো ছবির শেষ নেই। একদিন আগেই রশ্মিকা মন্দানার মুখ এক মডেলের শরীরে বসিয়ে তা ভাইরাল করা হয়। এ ক্ষেত্রেও কি সেরকমই কিছু হয়েছে? তা জানতেই টিভিনাইন বাংলা ফোন করেছিল পল্লবীকে। তিনি বলেন, “ছবিটা আমারই এক ফটোশুটে। অনেক দিন আগেই আপলোড করেছিলাম। সেটাই হয়তো আমার ভাইরাল হয়েছে।” সামাজিক মাধ্যম থেকে নিজেকে খানিক দূরেই সরিয়ে রাখেন তিনি। গ্ল্যামার জগতের বাসিন্দা হয়েও ফেসবুক অ্যাকাউন্ট নেই তাঁর। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, তবে সারাদিন যে তাতে মুখ গুঁজে পড়ে থাকেন এমনটাও নয়।

সে যাই হোক, এখনও পর্যন্ত সব হিট ধারাবাহিকই দর্শকের সামনে উপস্থাপন করেছেন পল্লবী। তাঁর হিটের সংখ্যা নেহাত কম নয়। ‘কে আপন কে পর’ থেকে শুরু করে এই ‘নিম ফুলের মধু’ — তিনি ছাপ রেখে গিয়েছেন সবেতেই। ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে রুবেল দাসকে।