আশঙ্কাই সত্যি হল। প্রয়াত হলেন জনপ্রিয় টিভি শো- CID-খ্যাত দীনেশ ফাড়নিশ। দর্শকের কাছে যিনি ‘ফ্রেডরিক’ নামেই ছিলেন পরিচিত। গতকাল অর্থাৎ সোমবার রাত ১২টা বেজে ৮ মিনিটে মৃত্যু হয় তাঁর। এখনও ৬০ও পার করেননি এই অভিনেতা। বয়স হয়েছিল ৫৭ বছর।
বেশ কিছু দিন ধরেই তাঁর অসুস্থতার খবর সামনে আসছিল। শোনা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে পরে জানা যায়, হৃদরোগ নয়, যকৃত বিকল হয়ে যায় অভিনেতার। ছিলেন ভেন্টিলেশনে। চলছিল চিকিৎসা। সকলেই অপেক্ষা করছিলেন মিরাক্যলের। কিন্তু না, শেষরক্ষা হল না। চলেই গেলেন তিনি। এ দিনই মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অভিনেতার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তাঁর সিআইডির সতীর্থরা। শোকে পাথর তাঁরা। এই কি চলে যাবার বয়স? প্রশ্ন তাঁদের।
টেলিভিশনে দীর্ঘ দিন ধরে চলা সিআইডি। দর্শকমহলে পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। ১৯৯৮ সালে এই শো প্রথম শুরু হয়। প্রায় কুড়ি বছর ধরে চলেছিল। আর এই কুড়ি বছর ধরে সাফল্যের সঙ্গে এই শো চালিয়ে নিয়ে যাওয়ার পিছনে এই মানুষটির অবদান কম ছিল না। তবে শুধু ধারাবাহিকেই নয়। সিনেমাতেও অভিনয় করেছেন দীনেশ। তাঁকে দেখা গিয়েছে ‘সুপার ৩০’ ও ‘সরফরোশ’-এর মতো ছবিতে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাধারণের মধ্যেও। তাঁর পরিবার দ্রুত এই শোক কাটিয়ে উঠুক, এমনটাই চাইছেন সকলেই।