সন্দেশ, রসগোল্লা, লেডিক্যানি… বাংলা মানেই তার জিভে জল আনা হরেক রকমের মিষ্টি। শুধু রাজ্যেই নয়। দেশে-বিদেশে তা সমানভাবে জনপ্রিয়। কিন্তু বাংলার মিষ্টিকেই এবার অপমান কমেডিয়ান ভারতীর! বাঙালিরা তো বটেই ভারতীকে ধিক্কার কবীর সুমনেরও। ‘বিগবস’ নামক এক রিয়ালিটি শো’য়ে হাজির হয়েছিলেন ভারতী। সঙ্গে ছিলেন স্বামী হর্ষ লিম্বাচিয়াও। সেখানেই এক প্রতিযোগী ঐশ্বর্য শর্মাকে তিনি জিজ্ঞাসা করেন, ‘কী মিষ্টি ভাল লাগে?” ঐশ্বর্যা উত্তর দেন, ‘সন্দেশ’। ভারতী আচমকাই ভ্যাংচাতে শুরু করেন তাঁকে। এর পরেই বলে বসেন, “ভারতের কোন মিষ্টি ভাল লাগে?” ঐশ্বর্যা অবাক হয়ে পাল্টা বলেন, “বাংলার মিষ্টি মানে ভারতেরই মিষ্টি”।
আবারও তাঁকে ভ্যাংচাতে শুরু করেন ভারতী। এই ক্লিপিংসই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সকলের একটাই বক্তব্য, বাংলা ও তার মিষ্টিকে অপমান করেছে ভারতী। টুইটার (এক্স)-এ এক ব্যবহারকারী ভারতীর ভাইরাল ভিডিয়োটি শেয়ার করে লিখেছন, “বাঙালি মানে কি ভারতীয় নন? উত্তর ভারতের মানেই তিনি ভারতীয়? কতটা বাঙালি বিদ্বেষ থাকলে এমন কিউট নোংরামি করতে পারে কেউ?” উঠেছে প্রতিবাদের ঝড়। যদিও বিগবস টিম অথবা ভারতীর তরফ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে মন্তব্য করা হয়নি। সাম্প্রতিক কালে নজরুল গীতি বিকৃত ও বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলার জন্য এআর রহমান সমালোচিত হয়েছেন! এবার ভারতীয় করতে প্রায় একই ভুল। এই জল কোথায় গিয়ে গড়ায় এখন সেটাই দেখার।
Bengali ≠ Indian.
Indian = North Indian = Cowbelt = Hindustani.
তবে হ্যাঁ mithai ≠ mishti এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ।
কত টা বাঙালি বিদ্বেষী মনোভাব থাকলে এমন কিউট নোংরামি করতে হয় তা শিখতে হয় হিন্দি বলিউড উপস্থাপক দের থেকে। pic.twitter.com/k0mVEc3ZpN
— ᴋᴏᴜsʜɪᴋ|কৌশিক 🇮🇳 (@Bengali_Koushik) November 13, 2023