বয়স সবে ১৪ দিন। কিন্তু ইতিমধ্যেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে তার। যদিও এতে তার কোনও কৃতিত্ব নেই। সবটাই হয়েছে বাবা-মায়ের দৌলতে। কথা হচ্ছে দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমীত চৌধুরী। ১৪ দিনের মেয়ের নামকরণও করে ফেলেছেন তাঁরা। মা বাঙালি বাবা পঞ্জাবি। মেয়ের নাম কী রাখতে পারেন তা নিয়ে উত্তেজনা ছিল তাঁদের ভক্তদের মধ্যে। অবশেষে ফাঁস করলেন তাঁরা। দেবিনা-গুরমীত মেয়ের নাম রেখেছেন লিয়ানা।
পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “হ্যালো পৃথিবী, আমরা আমাদের মেয়ের নাম রেখেছি লিয়ানা। তোমায় স্বাগত লিয়ানা”। এর আগেই দেবিনা ভক্তদের কাছে ইংরেজি এল অক্ষর দিয়ে শুরু হওয়া নামের প্রস্তাব দিতে বলেছিলেন। বলেছিলেন নামের যেন সংস্কৃত মানে থাকে ও একই সঙ্গে এক আন্তর্জাতিক আবেদনও থাকে। জানিয়েছিলেন মেয়ের এক ডাক নামও রাখবেন তাঁরা। তা শুরু হবে ইংরেজি এ দিয়ে। তবে ডাক নাম কী রেখেছেন বা আদপে রেখেছেন কিনা তা এখনও জানা যায়নি।
গত ফেব্রুয়ারিতেই দেবিনার মা হওয়ার খবর জানান স্বামী গুরমিত। এই এপ্রিলে মা হন তিনি। শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রথম ধারাবাহিক ‘রামায়ণ’-এ অভিনয়ের সময়েই পর্দার রাম-সীতার প্রেম গড়ায় বাস্তবেও। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। বলিউডের অন্দর বলে বিয়ের দিন থেকেই তাঁদের বন্ডিং বেশ ভাল। এখনও পর্যন্ত নেই কোনও গসিপ, নেই তৃতীয় ব্যক্তির আগমনের খবরও।
কেরিয়ারের পিকে থেকেও চুপিসারে বিয়ের সিদ্ধান্ত মোটেও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের ক্ষেত্রে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তাঁরা। জি-ফাইভের দ্য ওয়াইফ সিরিজে শেষ দেখা গিয়েছে গুরমিতকে। তবে এখন জীবন জুড়ে ছোট্ট লিয়ানা। মেয়ে একটু বড় হলেই আবারও কাজে ফিরবেন তাঁরা।