Debina Bonnerjee: দেবিনার সাধ-পূরণ, শেয়ার করলেন ছবি, তবে আপসোস রয়ে গেল একটাই…
Debina Bonnerjee: গত ফেব্রুয়ারিতেই দেবিনার মা হওয়ার খবর জানান স্বামী গুরমিত। শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রথম ধারাবাহিক ‘রামায়ণ’-এ অভিনয়ের সময়েই পর্দার রাম-সীতার প্রেম গড়ায় বাস্তবেও।
মেরুন রঙের আনারকলি, মেরুন রঙা টিপ, সঙ্গে মানানসই জুয়েলারি– নিজের হাতে চুল বেঁধে, মেকআপ করেই সাধ খেলেন মুম্বইয়ের বাঙালি কন্যে দেবিনা বন্দ্যোপাধ্যায়। সব হল তবে অভিনেত্রীর মনে আপসোস থেকে গেল একটাই। চেয়েছিলেন বাঙালি লুকে নিজেকে প্রকাশ্যে আনতে। কিন্তু মেকআপের পর বুঝতে পারলেন তাঁকে দেখাচ্ছে বিহারিদের মতো।
এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন দেবিনা। সেখানেই তিনি লেখেন, “সাধের ইংরেজি মানে ইচ্ছে। এক অন্তঃসত্ত্বা মহিলার খাবারের ইচ্ছে যা কিনা তাঁর মায়ের বাড়ি থেকে উদযাপিত হয়। বাইরের দেশে একে বলা হয় বেবি শাওয়ার, উত্তর ভারতে বলা হয় গোদ ভারাই আর আমরা বাঙালিরা বলি সাধ। আমার যদিও এই গোটা সময়ে কোনও একটি বিশেষ জিনিস খেতে ভাল লেগেছে এমনটা নয়, তাই আমার মা আমার জন্য সব কিছুই রেঁধে এনেছে।”
আরও একটি পোস্টে আপসোসের কথা জানিয়েছেন দেবিনা। তিনি লেখেন, “যাতে বাঙালি বাঙালি লাগে তাই চেয়েছিলাম, কিন্তু দেখলাম আমায় বিহারি লাগছে। অথবা দক্ষিণ ভারতীয়দের মতো।” তবে যেমনটাই লাগুক না কেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিনে তাঁর জন্য এসেছে এক রাশ শুভেচ্ছা বার্তা। গত ফেব্রুয়ারিতেই দেবিনার মা হওয়ার খবর জানান স্বামী গুরমিত। শোভাবাজারের মেয়ে দেবিনা। প্রথম ধারাবাহিক ‘রামায়ণ’-এ অভিনয়ের সময়েই পর্দার রাম-সীতার প্রেম গড়ায় বাস্তবেও। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। বলিউডের অন্দর বলে বিয়ের দিন থেকেই তাঁদের বন্ডিং বেশ ভাল। এখনও পর্যন্ত নেই কোনও গসিপ, নেই তৃতীয় ব্যক্তির আগমনের খবরও।
কেরিয়ারের পিকে থেকেও চুপিসারে বিয়ের সিদ্ধান্ত মোটেও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের ক্ষেত্রে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তাঁরা। জি-ফাইভের দ্য ওয়াইফ সিরিজে শেষ দেখা গিয়েছে গুরমিতকে। তবে এখন শুধুই আগামীর অপেক্ষা। আর মাত্র কয়েক মাসের মধ্যে আসছে সে।
View this post on Instagram