কোন অভিমানে বলিউড ছেড়ে দেন অভিনেত্রী ডেলনাজ ইরানি?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 19, 2021 | 5:35 PM

একই ধরনের চরিত্রের অফার পাচ্ছিলেন ডেলনাজ। তা থেকে বেরতে চাইছিলেন। সদ্য এক সাক্ষাৎকারে তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

কোন অভিমানে বলিউড ছেড়ে দেন অভিনেত্রী ডেলনাজ ইরানি?
ডেলনাজ ইরানি।

Follow Us

ডেলনাজ ইরানি। থিয়েটার, টেলিভিশন, সিনেমা- বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। বিশেষত কমেডি চরিত্রে তাঁর অভিনয় বেশ জনপ্রিয়। ‘কাল হো না হো’ ছবিতে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। কিন্তু কোথাও একই ধরনের চরিত্রের অফার পাচ্ছিলেন ডেলনাজ। তা থেকে বেরতে চাইছিলেন। সদ্য এক সাক্ষাৎকারে তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ডেলনাজের কথায়, “কাল হো না হো-র পর বেশ কয়েকটি ছবি করেছি ২০১০ পর্যন্ত। তারপর আর ছবি করিনি। কারণ একই ধরনের চরিত্রের অফার পাচ্ছিলাম। সে কারণেই বলিউড থেকে ব্রেক নিয়ে টেলিভিশনে মন দিয়েছিলাম।”

সে সময় বলিউড ছাড়ার সিদ্ধান্ত সচেতন ভাবেই নাকি নিয়েছিলেন ডেলনাজ। টেলিভিশন এবং থিয়েটারে বরং অন্য রকম কাজের সুযোগ ছিল তাঁর। এত বছর পরে ফের বলিউডে ভিন্ন ধরনের চরিত্রের অফার পাচ্ছেন বলে জানিয়েছেন। তাঁর মতে, কাল হো না হো-র সময় ৩০ বছর বয়সে কমেডি চরিত্র করেছিলেন। ৪৮ বছর বয়সে এসে মনে করেন, সে চরিত্রে তাঁকে মানাবে না। তাই এখন তাঁর অন্য রকম চরিত্রে অভিনয় করা উচিত।

ডেলনাজের কথায়, “আমার বয়সে মানাবে এমন কিছু করতে চাই। মায়ের চরিত্রও করতে পারি। আমি চাই না, ছবিতে রিলিফ ফ্যাক্টরের জন্য আমাকে কাস্ট করা হোক। মানুষ আমার সম্পর্কে তেমনই ভাবে। আর সেই ভাবনাটাই ভাঙতে চাই আমি।”

আরও পড়ুন, ‘গুরু-দেব পারফরম্যান্স’, নতুন চমক নিয়ে হাজির রিয়ালিটি শো

Next Article