অভিনেত্রী দেবলীনা কুমার ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, দু’জনেই অবসরে খানিকটা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন হয় কাছে পিঠে, নয় দূরে কোথাও। কারণ তাঁদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ভ্রমণ। ঘোরাই এই জুটির কাছে অক্সিজেন। কখনও সোলো ট্রিপ কখনও আবার একে অন্যের হাত ধরে পাহাড় থেকে সমুদ্র, কাজের ফাঁকে এটাই জুটির নেশা। এবারও খানিকটা সময় বার করে পাহাড়কোলে সময় কাটাতে পৌঁছে গেলেন দার্জিলিং। পুজোর আগে ছোট্ট ট্রিপে দেবলীনা ও গৌরব। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই জুটি, তাই অধিকাংশ সময়ই তাঁদের যাবতীয় আপডেট হাতের মুঠোয় অনায়াসে পেয়ে থাকেন ভক্তরা।
কয়েকদিন আগেই উত্তরবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে দুর্যোগ কাটতে না কাটতেই দার্জিলিংয়ে জুটি। তবে এবার তাঁদের ঘুরতে যাওয়ার পেছনে রয়েছে এক বিশেষ উদ্দেশ্য। দার্জিলিং সেন্টপলস স্কুলের ২০০ বছর পূর্তি। আর সেই উপলক্ষে বিশেষ আমন্ত্রণ পত্র পেয়েছিলেন গৌরব। আর অ্যালুমিনি হিসেবে তা রক্ষা করতে, স্ত্রীকে নিয়ে পৌঁছে গেলেন শৈল শহরে। কখনও স্কুল চত্বরে দাঁড়িয়ে ছবি, কখনও আবার দার্জিলিং ম্যাল ভ্রমণের কয়েকটি ছোট্ট ছোট্ট ক্লিপিং, ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়ে সকলে নজর করলেন তাঁরা।
যদিও ফিরে আসছেন পুজোর আগেই। এবার পুজোটা কলকাতাতেই কাটাবেন এই জুটি। কারণ কয়েকদিন পরই বাড়িতে লক্ষ্মী পুজো, পূজার মরসুমেই শুরু হয়ে যায় তার তোড়জোড়। উত্তম কুমারের পরিবারের লক্ষ্মীপূজো বহু বছর ধরে চলছি তো। আর এই পুজোয় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেবলীনা। নিজে হাতে ভোগ রান্না থেকে শুরু করে ঠাকুরের নৈবিদ্য সাজানো, সবটাই যত্ন সহকারে করেন অভিনেত্রী তাই এই সময়টা শুধুই পরিবারের।