
অভিনেত্রী দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।গৌরবকে দেখা মাত্রই মন দিয়েছিলেন দেবলীনা। অন্যদিকে গৌরবও তাঁকে মনে মনে পছন্দ করতেন। বাড়ির অন্দরমহলে, গড়ে উঠেছিল এই সম্পর্ক। কিছুদিন যেতে না যেতেই বিয়ের পিঁড়িতে বসতে দেখা যায় এই জুটিকে। সোশ্যাল মিডিয়া তাঁরা বরাবরই সক্রিয়, তাই পেশাগত পোস্ট হোক কিংবা ব্যক্তিগত কোনও মুহূর্ত শেয়ার করা, কোনটাই বাদ পড়ে না তাঁদের তালিকা থেকে। মাঝেমধ্যেই ঘুরতে চলে যান এই জুটি বেড়াতে বেরতে বেশ ভাল লাগে তাঁদের। কেমন কাটলো তাঁদের পুজো?
ছোট্ট মাতৃ প্রতিমা নিয়ে ব্যস্ত দেবলীনা দশমীতে করলেন একগুচ্ছ পোস্ট। মাকে বরণ করতে ব্যস্ত তিনি। একদিকে যেমন পুজোয় স্ত্রী আচার পালন করলেন, তেমনই আবার দশমীর ঢাকের তালে জমিয়ে নাচলেন তিনি। পোস্ট দিয়ে ছবি তুলেন গৌরবের সঙ্গেও। লাল শাড়ি, গালে হালকা সিঁদুর এই দিন বেশ নজর করলেন দেবলীনা। কেবল তিনিই নয় দশমীর দিন একগুচ্ছ অভিনেত্রী গা ভাসিয়েছিলেন সেলিব্রেশনে। মাতৃ প্রতিমা বরণ করতে দেখা গিয়েছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও।
বিভিন্ন সেলেবরা বিভিন্ন পুজো মন্ডপে পৌঁছে গিয়েছিলেন এদিন সকাল থেকেই। খাওয়া-দাওয়া হইহুলোর আনন্দ উৎসবের পাশাপাশি নাচ গান ঢাক বাজানো তালিকা থেকে বাদ পড়ল না কিছুই। তবে পুজোর জিনিস এখনো মেটেনি, বেশ কিছু মাতৃ প্রতিমা বিজয়া হতে এখনও বাকি রয়েছে। শুক্রবার কার্নিভালের মাধ্যমে মাতৃ প্রতিমা বিজয়ের কাজ সম্পন্ন হবে। ততক্ষণ পর্যন্ত ফেস্টিভ মুডে গোটা বাংলা। আর সেই জোয়ারে গা ভাসাবেন না দেবলীনা গৌরব তা কি হয়! আর সেই কারণেই এবার এক সঙ্গে নজরকাড়েন এই সেলেব জুটি।