ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। তাইল্যান্ডের বিচেই শুরু হয়েছিল তাঁর নতুন বছর যাপন। সঙ্গে গিয়েছিলেন স্বামী গৌরব চট্টোপাধ্যায়ও। ট্রিপ শেষ হলেও রেশ জারি। ওই ট্রিপের একের পর এক ছবি শেয়ার করছিলেন দেবলীনা। কখনও ফ্লোরাল পোশাকে আবার কখনও বা মনোক্রোম্যাটিক বিচ পোশাকে। তবে রবিবার ‘বেশরম’ হতেই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হল তাঁকে। ফুকেটের নীল জল গায়ে মেখে সাদা বালির উপর ‘পাঠান’ ছবির বিতর্কিত গান ‘বেশরম’ -এর একটি রিলস ভিডিয়ো বানিয়েছিলেন তিনি। পরেছিলেন মনোকিনি। ফিটনেস ফ্রিক দেবলীনার অ্যাবস ছিল সুস্পষ্ট। কিন্তু বেশরম গানে নাচতেই নেটিজেনদের কেউ কেউ শুরু করলেন দীপিকা র সঙ্গে তাঁর তুলনা। শুধু যে তুলনাই নয়, রীতিমতো চলতে থাকে কাটাছেড়া। একজন লেখেন, ‘দীপিকা তোমার চেয়ে বহুলাংশে ভাল”। দেবলীনা বিবাদে যাননি। মেনে নিয়েছেন ও একই সঙ্গে এই তুলনা যে অর্থহীন সে কথাও বলেছেন তিনি। তিনি দেবাশিস কুমারের মেয়ে। রয়েছে রাজনৈতিক পরিচয়ও। সেই পরিচয় টেনে এনে একজন লেখেন, “ইনি কিন্তু একসময় ভোটে দাঁড়াবেন। ভাবা যায়?” সে উত্তরও দিয়েছেন দেবলীনা। তিনি বলেন, “ভাবুন ভাবুন, ভোটটা দেবেন কিন্তু।” তবে সবাই যে সমালোচনা করেছেন এমনটা কিন্তু নয়। একজন লেখেন তিনি নাকি দীপিকার চেয়েও ভাল নেচেছেন।
দেবলীনা বাবা দেবাশিস কুমার কলকাতা পুরনিগমের (KMC) মেয়র পারিষদ। বাবা মায়ের একমাত্র সন্তান দেবলীনা। তাই ছোট থেকেই প্যাম্পার্ড। সেই স্বীকারোক্তি আগেই টিভিনাইন বাংলাকে করেছিলেন দেবাশিস। বছর দেড়েক আগে মেয়ের বিয়ের দিন সকলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, “আমার একটা মাত্র মেয়ে, প্যাম্পার্ড। আমারই দোষ, ওকে প্যাম্পার করে ফেলেছি। তবে ওর হৃদয় অনেক বড়। আমার মনে হয় ওর যা গুণ আছে তা দিয়ে নিশ্চয়ই ও ওই পরিবারকে নিজের পরিবার করে নিতে পারবে।” মেয়ে অবশ্য তা পেরেওছেন। গৌরবের সঙ্গে দেবলীনার সম্পর্ক বেশ মধুর।