AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devlina Kumar: ‘সব শাশুড়িরা খারাপ হয়?’ শ্বশুরবাড়ির গোপন তথ্য ফাঁস করলেন দেবলীনা

Bengali Jodi: সিরিয়ালের পর্দায় সাধারণত বউমা-শাশুড়িদের যে সমীকরণ দেখানো হয়, বাড়িতেও কি সেই একই ছবি দেখে অভ্যস্ত দেবলীনা?

Devlina Kumar: 'সব শাশুড়িরা খারাপ হয়?' শ্বশুরবাড়ির গোপন তথ্য ফাঁস করলেন দেবলীনা
| Edited By: | Updated on: May 09, 2023 | 9:22 PM
Share

দেবলীনা কুমার, দিব্যি সংসার করছেন অভিনেত্রী। অভিনয় কেরিয়ার ও পরিবার দুই সামলাচ্ছেন একা হাতেই। উত্তর কুমারের বাড়ির বউ বলে কথা। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ মজবুত হলেও শ্বশুরবাড়িতে তি আদপে বনিবনা হচ্ছে? কেমন আছেন তিনি? শাশুড়ির সঙ্গে সম্পর্কই বা কেমন? সিরিয়ালের পর্দায় সাধারণত বউমা-শাশুড়িদের যে সমীকরণ দেখানো হয়, বাড়িতেও কি সেই একই ছবি দেখে অভ্যস্ত দেবলীনা? এবার মুখ খুললেন শ্বশুরবাড়ির অন্দরমহল প্রসঙ্গে। না, সব শাশুড়ি মানেই তাঁরা খারাপ নন। দেবলীনা সেই দিক থেকে ভীষণ সুখী। তাঁকে সকলেই আগলে রেখেছেন। রবিবার খোশমেজাজে তাঁর সকলের সঙ্গে দিব্যি কাটালেন সময়।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে লিখলেন, ”সব সময় কী সব শাশুড়িরা খারাপ হয়, বা বউমা কে কষ্ট দেয়। মোটেই না। দেখুন আমার সব কজন শাশুরিমা কী মিষ্টি এবং Cool??, I am lucky to have these bunch of good fellows with me after my marriage. ( আমি সত্যি ভাগ্যবান বিয়ের পর এত ভালমানুষকে আমার জীবনে পাওয়ার জন্য)  রবিবার দুপুরের আড্ডা, আর Devlina’s pakghor-এর কিছু রান্না।”

এখানেই শেষ নয়, সঙ্গে দেবলীনা জানিয়ে দিলেন, তাঁর মেনুতে এদিন কী কী ছিল, লিখলেন, ”ভাত, কড়াইয়ের ডাল, আলু পোস্ত, মটর পনীর, ডিম কষা, মুরগির ঝোল আর পায়েস এবং তার সঙ্গে প্রচুর প্রচুর গল্প”। বাড়িতে বরাবরই দেবলীনা ভীষণ আদরে মানুষ। বাড়ির কোনও কাজই করতে হয়নি তাঁকে। শ্বশুরবাড়িতে তার ব্যতিক্রম হল না। গৌরব খুব ভাল রান্না করে থাকেন। মাঝে মধ্যেই দেবলীনাকে রান্না করে খাওয়ান। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এই সকল পোস্টেরই দেখা মেলে। ফলে সেলেব মহলে এই জুটিকে নিয়ে সর্বদাই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সদ্য ডুয়ার্স থেকে ঘুরে ফিরলেন দেবলীনা। মায়ের জন্মদিন সেলিব্রেশনেই দুদিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলেন সেলেব। যদিও ছুটি পাননি গৌরব।