
অভিনেত্রী দেবলীনা কুমার। নিজেকে বরাবরই মঞ্চে দেখতে চেয়েছেন তিনি। অর্থাৎ নাচ তাঁর প্রাণের বিষয়। অভিনয় জগতে পা রাখলেও দেবলীনা কুমার যখন প্রাণ খুলে নাচেন, তখনই যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় দেবলীনা। তাঁর করা বিভিন্ন পোস্ট বারবার দর্শক মনে জায়গা করে নেয়। দেশ কিংবা বিদেশ, ঘুরতে যাওয়া থেকে শুরু করে শুটিং ফ্লোর-এর মাঝে কয়েকটা তুলে নেওয়া সেলফি। সবটাই দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়ে থাকেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই স্টার মন খুলে জানালেন তাঁর পছন্দের বিষয়। রবিবারের অলস দুপুরে মাঝে মধ্যেই ভক্তদের দরবারে হাজির হয়ে থাকেন সেলেবরা। তেমনই এক পোস্ট নিয়ে হাজির এবার দেবলীনা।
স্পষ্ট করে দিলেন, তিনি যখনই মঞ্চে থাকেন তখনই নিজেকে ফিরে পান। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে, রিয়্যালিটি শো। কোনও বিশেষ অনুষ্ঠানে নিত্য পরিবেশনের ডাক যদি পেয়ে থাকেন দেবলীনা, সময় যদি থাকে তাঁর হাতে, তবে সে প্রস্তাব খুব একটা ফেরান না তিনি। দেবলীনা বাড়ি থেকে মাঝেমধ্যেই নেচে, রিলস বানিয়ে, শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো-তে একবার মেন্টরের ভূমিকায় উপস্থিত হয়েছিলেন তিনি।
দেবলীনা কুমার অভিনয় জগতে যেভাবে কাজ করে চলেছেন তেমনি নাচ নিয়েও তাঁর পরিকল্পনা বিস্তর। মডেল অভিনেত্রী দেবলীনা বর্তমানে চুটিয়ে সংসার করছেন। পাশাপাশি কেরিয়ারের কোনও কাজই থেমে নেই। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের বুঁনট ঠিক কতটা মজবুত, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। টলিপাড়ের এই অন্যতম সেরা জুটি দর্শকদের খুব পছন্দের। রবিবার অবসরে দেবলীনার সোশ্যাল মিডিয়ার পোস্টে এবার তাঁর নাচ-প্রেম নিয়ে মিলল একটি পোস্ট। যেখানে তাঁকে প্রাণ খুলে নাচতে দেখা গেল।