Devlina Kumar: ‘এতো মোটা’ থেকে ‘ইশ কি রোগা…’, ট্রোলারদের হাত থেকে নিস্তার নেই দেবলীনার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 12, 2023 | 9:15 AM

Trolling: মোটা হলে ঠিক কী কী শুনতে হয়, রোগা হলে ঠিক কী কী শুনতে হয়, সব অভিজ্ঞতাই রয়েছে তাঁর। পয়েন্ট করে তা লিখেও দিলেন অভিনেত্রী।

Devlina Kumar: এতো মোটা থেকে ইশ কি রোগা..., ট্রোলারদের হাত থেকে নিস্তার নেই দেবলীনার

Follow Us

মোটা বা রোগা, কোনও ফিগারেই যেন মন জয় করা যায় না নেটপাড়ার। শরীরে অতিরিক্ত মেদের কারণে কটাক্ষের শিকার কিংবা মেদ ঝরিয়ে ফেলার পর কঙ্কাল তকমা, দুই অভিজ্ঞতাই রয়েছে অভিনেত্রী দেবলীনার। শৈশবে ছিলেন বেশ মোটা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে ফেলেছেন দেবলীনা। এখন তিনি একেবারে জিরো ফিগার বজায় রাখার চেষ্টা করেন। তবে দুই ক্ষেত্রের ঠিক কী কী শুনতে হয়েছিল তাঁকে, তা এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় খোলসা করলেন দেবলীনা কুমার। নিজের মোটা রোগা দুই ছবি শেয়ার করলেন তিনি। দিলেন কটাক্ষের তালিকাও। নেটিজ়েনদেরই নেটিজ়েনদের মন্তব্য ফিরিয়ে দিলেন দেবলীনা।

মোটা অবস্থায় ঠিক কী কী শুনতে হয়েছিল তাঁকে?

কী মোটা?, বাবাহ। কী গোলগাল, এত মোটা, নাচতে অসুবিধে হয়না? তোমার শরীরচর্চা করা উচিত। বয়েসের থেকে অনেক বড় লাগে, একটু রোগা হলে আরও সুন্দর লাগত। ইত্যাদি।

এবার রোগা হতে কী কী শুনতে হয় তাঁকে?

এত রোগা কেন? কীরকম যেন শকচুন্নির মতো, আগেই বেশি মিষ্টি ছিলে। একটু কম শরীরচর্চা কর। লালিত্য কমে গেছে।

সম্প্রতি এক ছবি করছেন দেবলীনা কুমার। যার প্রেক্ষাপটের সূত্র ধরেই এই পোস্ট করেন অভিনেত্রী। মোটা হলে ঠিক কী কী শুনতে হয়, রোগা হলে ঠিক কী কী শুনতে হয়, সব অভিজ্ঞতাই রয়েছে তাঁর। পয়েন্ট করে তা লিখেও দিলেন অভিনেত্রী। কমেন্ট বক্সে লিখলেন, এসবের পর আমি যা বুঝেছি, তা হল, সেটাই করা উচিত যা মন চায়। চেহারার সেই সাইজেই থাকুন, যা আপনাকে আনন্দ দেয়। অন্যের কথা ভেবে নয়। যেটা প্রয়োজন, তা হল সুস্থ থাকা। অসুখ থেকে দূরে থাকুন। আমি দুটো পর্যায়ই দেখেছি (রোগা-মোটা)। রোগা-মোটা সেভাবে ম্যাটার করে না।

 

Next Article
Tollywood Gossip: ‘ধন্যবাদটুকুও দিল না…’, গীতশ্রীকে নিয়ে অভিমান প্রবীর দাসের!