Anurager Chowa: সুখবর দিলেন দিব্যজ্যোতি-স্বস্তিকা, এ যেন মেঘ না চাইতেই জল!

Anurager Chowa: এ যেন মেঘ না চাইতেই জল! এমনটা যে হতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না দিব্যজ্যোতি দত্তের। এতদিন বাংলায় প্রথম স্থান অধিকার করেছিল 'অনুরাগের ছোঁয়া'।

Anurager Chowa: সুখবর দিলেন দিব্যজ্যোতি-স্বস্তিকা, এ যেন মেঘ না চাইতেই জল!
সুখবর দিলেন দিব্যজ্যোতি-স্বস্তিকা, এ যেন মেঘ না চাইতেই জল!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 8:45 PM

এ যেন মেঘ না চাইতেই জল! এমনটা যে হতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না দিব্যজ্যোতি দত্তের। এতদিন বাংলায় প্রথম স্থান অধিকার করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। এবার স্টার প্লাসেও দেখা যাবে এই ধারাবাহিকের হিন্দি ভার্সন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন ধারাবাহিকটির নতুন ট্রেলার। এর আগে ‘মিঠাই’ সহ বহি ধারাবাহিকের রিমেক হয়েছে বিভিন্ন ভাষায়। তবে এ রিমেক নয়। বরং বাংলা ধারাবাহিকটি হিন্দিতে ডাবিং করে দেখানো হবে সংশ্লিষ্ট চ্যানেলে। ঘটনায় উচ্ছ্বসিত দিব্যজ্যোতি। নিজেই প্রোমো শেয়ার করে লিখেছেন, “ছু কার দীপা কা দিল, কউন খতম করেগা উসকি হর মুশকিল”? আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ওই চ্যানেলে বিকেল ৩টেয় দেখা যাবে ধারাবাহিকটি। বাংলার দর্শক আপন করেছে আগেই। জাতীয় স্তরে ধারাবাহিকটির কতটা সাড়া মিলে এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, কিছু দিন আগই দিব্যজ্যোতি ও স্বস্তিকার মধ্যেকার ঝামেলা নিয়ে রটেছিল অনেক কিছুই। শোনা গিয়েছিল শুটিং চলাকালীন এতটাই ভুল বোঝাবুঝি হয় দুজনের মধ্যে যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় কার্যত। এ প্রসঙ্গে সে সময় টিভিনাইন বাংলাকে দিব্যজ্যোতি বলেছিলেন , “বন্ধুদের মধ্যে আড়ি-ভাব লেগেই থাকে, ঝামেলা যদি হয়েও থাকে তবে তা ঠিকও হয়ে যাবে।” দিব্যজ্যোতির বলা কথাই সত্যি হয়েছে অবশেষে। ঠিক হয়েছে তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি। সম্প্রতি দিব্যজ্যোতির জন্মদিনে তাঁর সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়েছিলেন স্বস্তিকা।