Tollywood Gossip: বিয়ে করছেন দিব্যজ্যোতির প্রাক্তন প্রেম, পাত্র নায়কেরই বন্ধু!

Tollywood Gossip: দিব্যজ্যোতি দত্ত-- এই মুহূর্তে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনীত 'অনুরাগের ছোঁয়া' একদা টিআরপির শীর্ষে থাকলেও বিগত বেশ কিছু দিন ধরে একটু পিছিয়ে পড়েছে, কিন্তু তাঁর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। দিব্যজ্যোতি দাবি করে থাকেন, তিনি সিঙ্গল।

Tollywood Gossip: বিয়ে করছেন দিব্যজ্যোতির প্রাক্তন প্রেম, পাত্র নায়কেরই বন্ধু!
দিব্যজ্যোতি দত্ত।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 02, 2023 | 7:53 PM

দিব্যজ্যোতি দত্ত– এই মুহূর্তে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনীত ‘অনুরাগের ছোঁয়া’ একদা টিআরপির শীর্ষে থাকলেও বিগত বেশ কিছু দিন ধরে একটু পিছিয়ে পড়েছে, কিন্তু তাঁর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। দিব্যজ্যোতি দাবি করে থাকেন, তিনি সিঙ্গল। যদিও কখনও সৌমিতৃষা কুন্ডু আবার কখনও বা স্বস্তিকা ঘোষের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় তাঁর। দিব্যজ্যোতি উড়িয়ে দেন হেসে। সম্প্রতি ‘টলি ফোকাস’ নামক এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম নিয়ে মুখ খুললেন তিনি। দিব্যজ্যোতি জানান, প্রেম ওভাবে গাঢ় হয়ে না এলেও তিনি ক্লাস ৯-এ একবার প্রপোজ করেছিলেন একজনকে।

তাঁর কথায়, ” ক্লাস ৯ এর পর একজনকে প্রপোজ করেছিলাম। সে বলেছিল মাধ্যমিকের পর জবাব দেবে। আর দেয়নি কোনওদিন। ” ঘটনাচক্রে সে এখন দিব্যজ্যোতিরই এক বন্ধুর প্রেমিকা। খুব শীঘ্রই হয়তো তাঁরা বিয়েও করবেন। তা নিয়ে যদিও কোনও আফসোস নেই দিব্যজ্যোতির। এখনও যোগাযোগ আছে সেই বান্ধবীর সঙ্গে। তিনি যোগ করেন, “ও আর আমি এখন হাসাহাসি করি। ভাগ্যিস প্রেম করিনি, তাহলে হয়তো বন্ধুত্বটা হত না।” ‘অনুরাগের ছোঁয়া’র ট্র্যাকে তৃতীয় ব্যক্তির আগমন দেখানো হয়েছে বারেবারেই। যদিও নিজে কোনওদিন বিরহ যন্ত্রণা ভোগ করতে হয়নি তাঁকে। এ নিয়ে মুখ খুলেছেন দিব্য। তাঁর কথায়, “আমার নিজের জীবনে সম্পর্ক ভাঙেনি, কিন্তু আমি দেখেছি মানুষকে ভেঙে যেতে। একটা দাদা আছে আমার। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর ওঁকে দেখেছি ভেঙে যেতে। যখন চোখের দিকে দেখতাম তখন দেখতাম অন্য একটা মানুষ! একেবারে বদলে গিয়েছে। কিছু একটা যেন জীবন থেকে মিসিং, সেই প্রাণ শক্তিটা নেই।” আর তাঁর মনের মানুষ? সে জবাব অবশ্য এড়িয়েই গিয়েছেন নায়ক।