Tollywood Gossip: ‘… রক্তপাত ঘন ঘন’, দিব্যজ্যোতির লেখা কবিতায় বিরহের ছায়া, চিন্তায় ভক্তরা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 06, 2023 | 8:00 AM

Tollywood Gossip: ভাল অভিনয় করেন তিনি। তিনি অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। সেখানে তিনি 'ডাক্তার সূর্য'। তবে শুধু যে অভিনয়ই করেন তা কিন্তু নয়, তাঁর লেখাও ভারি চমৎকার। সম্প্রতি এক কবিতা লিখেছেন তিনি। মনের অনুভূতি উজাড় করে দিয়েছেন সেই কবিতায়। তবে সেই কবিতা দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ।

Tollywood Gossip: ... রক্তপাত ঘন ঘন, দিব্যজ্যোতির লেখা কবিতায় বিরহের ছায়া, চিন্তায় ভক্তরা
দিব্যজ্যোতি দত্ত।

Follow Us

 

ভাল অভিনয় করেন তিনি। তিনি অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। সেখানে তিনি ‘ডাক্তার সূর্য’। তবে শুধু যে অভিনয়ই করেন তা কিন্তু নয়, তাঁর লেখাও ভারি চমৎকার। সম্প্রতি এক কবিতা লিখেছেন তিনি। মনের অনুভূতি উজাড় করে দিয়েছেন সেই কবিতায়। তবে সেই কবিতা দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ।

দিব্যজ্যোতি লিখেছেন,

“পার ভাঙ্গে পার গড়ে স্রোতেরই আঘাতে।
হাতে নাতে সাদা মেঘ ক্ষত নত অপঘাতে।।

দাবানলে পোড়ে গাছ, সুনামিতে ভাসে মন।
ভেজা গাল কিছু বলে, ঝড়ে পড়ে মৃত কোষ।।

দেয় হানা রাত্রিরা আবেগের আনাগোনা।
থর থর অধরে বঞ্চিত কল্পনা।।

জমে যায় বালুচরা ঝড়ে যায় কিশলয়।
বসন্ত চলে গিয়ে ধরা দেয় বর্ষায়।।

ক্যাকটাস কাটাহীন, বুকে বিঁধে আছে যেন।
শূন্য রণভূমি, রক্তপাত ঘন ঘন।।

হয়তো বর্ষণ ঘটবে আবার।
ঝরা পত্রিকা ধরা দেবে আবারও।।

কিন্তু এ তনু হৃদয় কি আর পাবে ?”

দিব্যজ্যোতি দাবি করেন তিনি সিঙ্গল। তবে এ কবিতা কার জন্য? নিছকই কবিতা নাকি কাউকে ভেবেই এই শব্দ কবিতা হয়ে ফুটে উঠছে। ভক্তদের প্রশ্ন হাজারও। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে কোনওদিনই দেখা যায় না তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ক্লাস ৯ এর পর একজনকে প্রপোজ করেছিলাম। সে বলেছিল মাধ্যমিকের পর জবাব দেবে। আর দেয়নি কোনওদিন। ” ঘটনাচক্রে সে এখন দিব্যজ্যোতিরই এক বন্ধুর প্রেমিকা। খুব শীঘ্রই হয়তো তাঁরা বিয়েও করবেন। তা নিয়ে যদিও কোনও আফসোস নেই দিব্যজ্যোতির। এখনও যোগাযোগ আছে সেই বান্ধবীর সঙ্গে। তিনি যোগ করেন, “ও আর আমি এখন হাসাহাসি করি। ভাগ্যিস প্রেম করিনি, তাহলে হয়তো বন্ধুত্বটা হত না।” এই মুহূর্তে ধারাবাহিক নিয়ে বেজায় ব্যস্ত তিনি। সঙ্গে রয়েছে জিম, আর কাছের কিছু বন্ধু।

Next Article